দ্রুতই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এর শ্রীলংকা সফর। এই সফর কে ঘিরে অনেক পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) .
কিন্তু এইখানে কিছু নতুন ইস্যু ধরা পড়ছে যেটা হলো এখনো ম্যাচ গুলোর সূচি ঘোষণা করা হয় নি. কয়দিন কোয়ারেন্টাইন এ থাকতে হবে, প্রস্তুতি ম্যাচ কাদের সাথে এবং কতগুলো ম্যাচ খেলতে হবে এগুলো এখনো আনুষ্টানিক ভাবে ঘোষণা করে নি শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ এর সাথে সিরিজ শেষ হবার পর তাদের দেশে শুরু হতে যাচ্ছে তাদের ঘরোয়া লীগ. যেই লীগ এ অংশ নিবে তাদের দেশের ৫টি দল. ১ এ অক্টোবর নিলাম এর মাদ্ধমে দল ঘোষণা করা হবে. এই নিলাম এ আসে প্রায় ১৫০ জন ক্রিকেটের এর নাম যাদের মধ্যে অন্যতম হলো বাংলার প্রাণ সাকিব আল হাসান। যার নিষেজ্ঞা শেষ হবে আগামী ২৯ এ অক্টোবর এবং শ্রীলংকা লীগ শুরু হবে ১৪ ই নভেম্বর তাই আশা করা যাচ্ছে বস এই লীগ এ দল পাবেন এবং এই লীগ মাতিয়ে পুরো বিশ্বে তার ফেরা ঘোষণা দিবে। নিলাম এ আরো যে সকল খেলোয়াড় আসে তারা হলো : গেইল, কলিন মুনরো, ডেরেন সামি , শহীদ আফ্রিদি, রবি বোপারা, মুনাফ প্যাটেল সহ আরো অনেক ক্রিকেট ফেরিওয়ালা।
Bangladesh's tour of Sri Lanka is going to start soon. The Bangladesh Cricket Board (BCB) has made many plans for this tour.
But here are some new issues that have not been announced yet. The Sri Lanka Cricket Board has not yet officially announced how many days to stay in quarantine, with whom to prepare for the match and how many matches to play.
After the end of the series with Bangladesh, their domestic league is going to start in their country. 5 teams of their country will take part in the league. The team will be announced through auction on October 1. About 150 cricketers are named in this auction, one of whom is Shakib Al Hasan, the soul of Bengal. The ban will end on October 29 and the Sri Lanka League will start on November 14, so it is hoped that the boss will find a team in the league and announce his return to the world after the league. The other players who come to the auction are: Gayle, Colin Munro, Darren Sammy, Shahid Afridi, Ravi Bopara, Munaf Patel and many more cricket peddlers.