দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ সাইফ (Corona positive Saif in the second test)

0 7
Avatar for MH.Imran1987
4 years ago

প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পর দ্বিতীয় পরীক্ষার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান। সেই পরীক্ষায়ও কোনো সুখবর মেলেনি। করোনার বিষ রয়ে গেছে শরীরে। এমন তথ্যই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে।

গত সপ্তাহে ঢাকায় ১৭ জন খেলোয়াড়সহ ২৪ জনের নমুনা সংগ্রহ করেছিল বিসিবি। সেই পরীক্ষায় সাইফের পাশাপাশি বিসিবির প্রধান ট্রেনার নিকোলাস লিরও করোনা পজিটিভ ধরা পড়ে।

দুদিন পর লি দ্বিতীয় দফার পরীক্ষায় করোনামুক্ত হলেও সাইফ হাসানের শরীরে এখনও করোনার অস্তিত্ব রয়েই গেছে।

জানা গেছে, সাইফের পরিবারের একাধিক সদস্যের করোনার উপসর্গ তথা ঠান্ডা ও জ্বর ছিল। নিরাপদ থাকতে শুরুতে মিরপুরের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি জাতীয় দলের এই ওপেনার। বাড়ির পাশের ধানমন্ডির ৪ নম্বর মাঠে হালকা অনুশীলন করেছিলেন তিনি। সবার শেষে যোগ দিয়েছিলেন ব্যক্তিগত অনুশীলনে।

আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল মুশফিকদের। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে হুট করেই সফরটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) শর্ত অনুযায়ী পুরো ১৪ দিন কোয়ারেন্টিন পর্ব সারতে হবে।

কিন্তু বিসিবি এক সপ্তাহের বেশি কোয়ারেন্টিনে রাজি নয়। অন্যদিকে শ্রীলঙ্কাও মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশকে ১৪ দিনই কোয়ারেন্টিন মানতে হবে। সবমিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে করে সফর হওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা চলে! সফরে তিনটি টেস্ট খেলার কথা মুশফিক-তামিমদের।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে ২৭ জনের মধ্যে নাম নেই সাইফের। চলতি বছরের শুরুতে বাংলাদেশের শেষ দুটি টেস্ট সিরিজের দলে ছিলেন তিনি। তাই ধারণা করা হচ্ছিল, আগেভাগে সেরে উঠলে ডাক পাবেন।

English:

After Corona tested positive in the first test, Saif Hasan, the opening batsman of the Bangladesh national team, was waiting for the second test. There was no good news in that test either. Corona poison remains in the body. Such information has been known from the Bangladesh Cricket Board (BCB) sources.

Last week, the BCB collected samples from 24 people, including 16 players, in Dhaka. Besides Saif, BCB head coach Nicholas Lee also tested positive for corona.

Two days later, Lee was released from coronation in the second round of examination, but corona still exists in Saif Hasan's body.

It is learned that several members of Saif's family had coronary symptoms such as cold and fever. The opener of the national team did not join the optional practice in Mirpur at the beginning to stay safe. He did light practice in the field No. 4 of Dhanmondi next to his house. At the end of it all, he joined in the personal practice.

Mushfiqur was scheduled to visit Sri Lanka on September 27. But the hustle and bustle over the quarantine issue has created fears about the tour. According to the conditions of the Sri Lanka Cricket Board (SLC), the entire 14-day quarantine period has to be completed.

But the BCB did not agree to quarantine for more than a week. On the other hand, Sri Lanka also said on Tuesday that Bangladesh has to abide by the quarantine for 14 days. All in all, the situation is such that the chances of a tour are slim! Mushfiqur and Tamim will play three Tests in the tour.

Saif has not been named in the 26-man squad for the Test series against Sri Lanka. He was part of Bangladesh's last two Test series earlier this year. So the idea was, if you recover in advance, you will get a call.

2
$ 0.00
Avatar for MH.Imran1987
4 years ago

Comments