ডিপ্রেশন

0 14
Avatar for MD.RONI
4 years ago

কেও ডিপ্রেশন এ থাকলে সে আপনাকে নিজে এসে বলতে যাবে না যে আমি ডিপ্রেশনে আছি... আপনার নিজেকেই বুঝতে হবে...কেও ডিপ্রেশনে আছে মানে সে ছ্যাঁকা খেয়েছে এটা ভাবা বন্ধ করুন...ডিপ্রেশন বহু কারণে হতে পারে...জাস্ট লাইক ফ্যামিলি ডিপ্রেশন, ক্যারিয়ার ডিপ্রেশন, আর্থিক প্রব্লেম নিয়ে ডিপ্রেশন... আরও অনেক কারণ...! মূলত অধিক ডিপ্রেশন বা কোনো প্রব্লেম থেকে বের হতে না পারলে মানুষ সুইসাইড এর সিদ্ধান্ত নেয়... নরমালি ১২ থেকে ২০ বছরের মানুষ বেশি সুইসাইড করে... একজন ডিপ্রেশন এ পড়া মানুষ কে মুল্য দেন...খুজে দেখেন আমাদের আশে পাশে অনেক মানুষ ই ডিপ্রেশন এ আছে আমরা জানি না...! আপনাদের প্রব্লেম তা কি জানেন আপনারা নিজেরাই বলেন সুইসাইড কোনো সমাধান নয় কিন্তু ঘুরেফিরে আপনাদের কারণেই সে সুইসাইড করেছে... আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না...সুইসাইড করার পর হাহাকার করি।অথচ বেঁচে থাকতে আমরা তার মূল্য দেই নি...এখনও সময় আছে আপনার আশেপাশের ডিপ্রেশানে পরা মানুষ এর খোঁজ নেন...মূল্য দেন...দেখবেন সুইসাইড করার সংখ্যা অনেকটা কমে যাবে...!

2
$ 0.00

Comments