ভ্রমণ কাহিনী।
টরেন্টো,ক্যানাডার সবচাইতে বড় সিটি ওন্টারিও প্রভিন্সে অবস্থিত।প্রায় 65 লাখ লোকের বসবাস এই সিটিতে।এমেরিকার ডেট্রয়েট থেকে প্রায় সাড়ে চার ঘন্টার ড্রাইভ।বেশ কয়েকবার যাওয়া হয়েছে টরেন্টোতে।ক্যানাডা পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ হওয়ায় তাদের সিটিগুলাও পরিষ্কার।টরেন্টোও এর ব্যতিক্রম নয়।একটা বিশাল সিটি এত পরিষ্কার থাকতে পারে সেটা না দেখলে আসলে বুঝা যায়না।টরেন্টো একটা কসমোপলিটান সিটি।লন্ডন ও নিউইয়র্ক পরে এখানেই সবচাইতে বেশি ভাষাভাষীর মানুষের বসবাস।প্রচুর সুস্বাদু ও হালাল খাবারের রেস্টুরেন্ট আছে টরেন্টোতে।আছে বিখ্যাত CN টাওয়ার,যা প্রায় 165 তলা সমান উচু।এটি টরেন্টোর ল্যান্ডমার্কও বটে।ক্যানাডায় বেশি বাংলাদেশী নাই,বড়জোর লাখ খানেক হবে।এর অর্ধেকই টরেন্টোতে থাকেন(প্রায় 40 হাজারের মত)।তবে একক্ষেত্রে টরেন্টো এমেরিকার যেকোনো সিটির চাইতে এগিয়ে বাংলাদেশীদের জন্যে।ক্যানাডায় সরাসরি বাংলাদেশ থেকে দেশী সব্জি আসে,সাথে হরকে রকমের মাছ।আর এমেরিকাতে বাংলাদেশ থেকে কোনো সব্জি আমদানি হয়না,আর বেশ কয়েকধরনের মাছও আসেনা।
সবমিলিয়ে টরেন্টো নিউইয়র্ক এর মত প্রেমে পড়ে যাবার সিটি নয়,তবে যেকারোরি ভাল লাগবে।
খুব সুন্দর লিখেছেন