কমলা না লেবু

9 34
Avatar for Luma
Written by
4 years ago

এই গাছটি আমি প্রায় চার মাস আগে কিনেছি আর আমার বাসার ছাদের টবে লাগিয়েছি।যখন গাছটি কিনি গাছটি অনেক ছটো ছিল।আর গাছ বিক্রেতা বলেছিল এইটা বাতাবিলেবুর চারা নেন অনেক লেবু দিবে।কিছুদিন পর দেকলাম গাছে অনেক ফুল ধরছে তারপর কিছুদিন পর দেখি ছোট ছোট দানা হয়ে এই রকম আকার ধারন করেছে।এই ফল টিকে কি লেবু মনে হয়?এখনো একটা ফল ছিরে দেখিনি।অনেকে বলেন এইটা কমলা লেবু না এই টা আবার পাকা শুরু করেছে।

6
$ 0.00

Comments

হাছ বড় আর ফল বড় না হলে বুঝাই যাবে না 🙄

$ 0.00
4 years ago

এটা দেখে মনে হচ্ছে মাল্টা লেবু, প্লিজ সাবস্ক্রাইব করুন।

$ 0.00
4 years ago

দেখতে খুব সুন্দর হয়েছে। কিন্তু ওটা লেবু না কমলালেবু আরেকটু বড় হলেই বোঝা যাবে ।ধন্যবাদ।

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago

এটা এখন পর্যন্ত কমলা লেবু দেখা যাচ্ছে এবং আমি বলতে পারি এটা কমলা লেবুই। তবে আমাদের মাটিতে এই লেবু গুলা বেশি ভাল স্বাদ হয় না। ফলটা বেশির ভাগই টক হয়

$ 0.00
4 years ago

Subscribe is done

$ 0.00
4 years ago

অনেক সুন্দর পোস্ট এবং ছবি। আমার মনে হয় এটা লেবু। অনেক সুন্দর দেখতে লাগছে। আশাকরি অনেক সুস্বাদু হবে।

$ 0.00
4 years ago

গঠন দেখে আপাতত দৃষ্টিতে কমলালেবু মনেহচ্ছে

$ 0.00
4 years ago

গঠন দেখে আপাতত দৃষ্টিতে কমলালেবু মনেহচ্ছে

$ 0.00
4 years ago