এটি হচ্ছে কালিজিরার ফুল।আমরা বেশিরভাগ সবাই জানি যে কালিজিরা আমাদের শরীরের অনেক উপকারিতা দিয়ে থাকে।প্রাচীনকাল থেকে কালিজিরা মানব দেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে বেবহার হয়ে আসছে।এজন্য অনেকেই কালিহিরা বলেন।সাধারণত কালিজিরা নামটি পরিচিত হলেও এর আরো নাম রয়েছে যেমন কালো কেওড়া রোমান করিয়েন্ডার বা রোমান ধনে নিজেলা ইত্যাদি।যে নামে ডাকা হোক না কেন এই কালো বীজ এর উপকারিতা অনেক।ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে এই কালিজিরা। কালিজিরা গাছটি মাঝারী আকৃতির মৌসুমী গাছ।এই গাছের একবার ফুল ও ফল হয়।
Beautiful