আপনি কি জানেন! এই খুব সাধারণ কারের জন্য আমাদের চুল ঝড়ে পড়ে।

0 10
Avatar for Lover-boy
3 years ago

ঘন চুল সুন্দর মানুষকে সুন্দর করে তুলে। আর যাদের চুল ঝড়ার সমস্যা আছে তারা আমার দেওয়া নিয়মগুলো মেনে চললে আশাকরি আর চুল ঝড়বে না.. আমাদের উচিৎ চুলের যত্ননেওয়া উচিৎ।

আসুন শুরু করা সময় নষ্ট না করে।

১.. UV রশ্মি℅-

আপনারা কি জানেন UV রশ্মি শুরু ত্বকই নষ্ট করে না চুলেরও ক্ষতি করে। তাই চুলকে রক্ষা করতে হলে রৌদে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করতে হব।

২.. গরম পানিঃ-

শীতের সময় গরম পানি ব্যবহার করি সবাই। মাথায় বেশি গরম পানি নিলে চুলের ক্ষতি হয়ে থাকে। তাই মাথায় গরম পানি ব্যবহার থেকে দূরে থাকতে হবে।

৩.. স্যাম্পু ব্যবহার ঃঃ-

সাপ্তাহে ২ দিন ব্যবহার করতে হবে। তবে দেখে নিতে হবে কোন ক্ষতিকর উপকরন আছে কি না...

৪....ভেজা অবস্থা চুল আঁছড়ানো.ঃঃ-

ভেজা অবস্থা কেউ চুল আছড়াবেন না। কারণ আমার সব জায়গার মতো আমাদের ত্বকও নরম । তাই ভেজা মাথায় চুল আছড়লে চুল উঠে অনেক।।

আশাকরি এগুলো মেনে চললে আর চুল ঝড়বে না।

4
$ 0.00
Avatar for Lover-boy
3 years ago

Comments