প্রথম দুটিতে T এবং পরের দুটিতে F দেওয়া
হয়েছে। একইভাবে দ্বিতীয়টিতে অর্থাৎ q -
এর ক্ষেত্রে পর্যায়ক্রমে একটি করে T, F দেওয়া
হয়েছে। এক্ষেত্রে উপাদান বচনের মান
অনুসারে অপ্রধান সংযােগীসমূহের মান সমাবেশ
করা হয়েছে এবং উপাদানবচন ও অপ্রধান
সংযােগীর মান অনুসারে চুড়ান্ত স্তম্ভের মান নিবেশন
করা হয়েছে।
বস্তুত উপাদান বচনের সত্যিক মান দ্বারা প্রতীকী
যুক্তিবিদ্যায় আলােচিত অপেক্ষাকসমূহের
মান নির্ধারিত হয়। সেক্ষেত্রে সত্যসারণীর মাধ্যমে
কোনাে বচনাকারের মান নির্ণয় করার
জন্য এই অপেক্ষকগুলাের সম্ভাব্য মান জানা
প্রয়ােজন। এ প্রেক্ষিতেই পরবর্তী অনুচ্ছেদে
প্রতিটি অপেক্ষকের স্বরূপ আলােচনার মাধ্যমে
এদের সত্যিক মানসমূহ উল্লেখ করা হয়েছে।
অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. সত্যসারণী কী?
উত্তর : সত্যসারণী হচ্ছে সত্য-মিথ্যার তালিকা বা ছক।
২. সত্যসারণী গঠনের ক্ষেত্রে প্রধান উপাদান দুটো কী কী?
উত্তর : সত্যসারণী গঠনের উপাদান হলাে, স্তম্ভ সারি।
0
3