ফেলা
পলও
সকল মানুষ হয় মরণশীল।
সকল দার্শনিক হয় মানুষ।
সুতরাং সকল দার্শনিক হয় মরণশীল।
তাতাত
বিয়ে কনক উপযুক্ত যুক্তিটির প্রতীকী আকার হবে নিম্নরূপ :
(x) [Hx 3 Mx]
(x) [Px 3 Hx]
. (x) [Px 2 Mx]
Util
যুক্তিনি
যথার্থ
(i) সম্বন্ধ কলন (Relation Calculus) : আধুনিক যুক্তিবিদ্যায় উদ্দেশ্য-বিধেয় বচন
ছাড়াও বচনের অন্য একটি মৌলিক শ্রেণির উল্লেখ রয়েছে। আর এই মৌলিক শ্রেণির বচনই
হচ্ছে সম্বন্ধমূলক বচন। যেমন, “টম ডিকের চেয়ে বয়সে বড়”-এ ৰচনটি সম্বন্ধমূলক বচন।
ও বানটিকে উদ্দেশ-বিধেয় জাতীয় বচন হিসেবে ধরা হলে দেখা যায় যে, বচনটিতে দুটি
উল্লেশ- “মি ও ভিক এবং একটি বিধেয়- ‘বয়সে বড়’ রয়েছে, তবে দুটি উদ্দেশ
থাকলেও বচনটি যৌগিক বচন নয়। কারণ বচনটিকে বিশ্লেষণ করলে পৃথক দুটি বচন
পাকা যাবে না। এক্ষেত্রে বয়ন' বিধেয়টি মূলত ‘টম’ ও ‘ডিক' নামক উদ্দেশ্য দুটির মধ্যে।
অর্থাৎ
পাগটি পরিপূর্ণ হবে না। যেমন, টম বয়সে বড়'- এ বাক্যটি সম্পূর্ণ অর্থহীন না হলে
এভার
ব্যবহ
ক. ক
| একতা এক জি কতো নিজের করে এর অন্তর্গত বনে কাঠামাের
লিকার ফুল দিয়ে ক্ষার পর ক্লাৱ যুক্তি এরুপ বৈধমান বা প্রমাণ পদ্ধতির
জনশীল প্রায় এলাগী ঘুরিবিদ্যায় বচনের এ আকার প্রকাশিত হয় প্রতীকের মাধr2
কােন প্রমাণ পদ্ধতি বা জনমানবিধি ও যুক্তির অন্তগতি বচনগুলাের যোন্তিক আকারে ।
| বনের অপব্য সম্বন্ধ নাকি শব্দটি ছাড়াও কমপক্ষে দুটি পদ বা ব্যক্তিনাম থাকবে। অন্যথা।
ঙ্গে একটা সম্বন্ধ প্রকাশ করেছে মাত্র। সম্বন্ধলক বচনের বৈশিষ্ট্য হচ্ছে যে, এক
ওর, বশত, দুধ, আ, সন্ধমক জি প্রতি বিশ্লেষণ ও বৈধতা বিচারের ক্ষে।
ধূপ, দেল, কিন্তু এ সব মাধ্যে অন্যান্য শ্রেণির বচনের মতো সম্পাদনা
না , দমদদ্ধ, কি পাব , ফর্ম বলানের অন্তর্গত একটি যুক্তির গঠন কাতারে কম।
স্বাদ ও গন্য হয়নি, বা হয়ে থাকে । প্রকী বিন্যায় এই স্বতন্ত্র অবরােহ পাক তিকর।
উল্লেখ্য যে, বিধেয় কলনের যুক্তির অন্তর্গত বচনগুলাে মূলত উদ্দেশ্য ও বিধেয়ের সংযোগের ।
গুক নিয়ে গ্রা, সুদপূর্ণ তৎপছন । কারণ টম কার চেয়ে বয়সে বড় তা উলেখ ।
0
6