দাড়ী না রাখার ক্ষতি

0 2
Avatar for Lokman
Written by
3 years ago

💔দাড়ী না রাখার ক্ষতি 💔

বৈজ্ঞানিকরা বলে যারা দাড়ী রাখে না,

তাদের জন্য হবে ৩ টা মুসিবত

১. চোখের পাওয়ার থাকবে না।

২.যৌবনের পাওয়ার থাকবে না।

৩.তার অকালে মৃত্যু হবে।

বর্তমানে মুসলমান যুবক দাড়ীতে ব্লেড লাগিয়ে ক্লিন শেভ করে,, এবং গালের সাথে ছোট্ট ছোট্ট করে মিলিয়ে রাখে

এই দুই দলের গুনাহ কিন্তু সমান।

নবীজি বলেন বান্দা যখন ঘুমায় তখন গুনাহ করার মতো শক্তি থাকে না,,,

কিন্তু যারা নুরানি দাড়ীর মধ্যে আঘাত করে ,, বান্দা ঘুমিয়ে থাকো আর সজাগ থাকো দিন রাত ২৪ টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে অনাবারত ফেরেশতারা কলম হাতে নিয়ে তাদের আমল নামায় গুনাহ লিখতেই থাকে।।

মুসলমান যুবকদের দাড়ি না থাকার কারণে চিনা যায় না, সে মুসলমান না বেইমান!!!!

* আল্লাহ তায়ালা *

পুরুষদের সৌন্দর্য রেখেছেন দাড়ীর মাঝে।

আর মহিলাদের সৌন্দর্য রেখেছেন লম্বা চুলে।

দাড়ীতে ব্লেড লাগানো মানে রাসুল ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় ব্লেড চালানো। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে কীভাবে তার সুপারিশ পাওয়া যাবে??? হে যুবক কয়দিন আর বাঁচবা!!!

তওবা করে নাও

আল্লাহ কে ভয় করে, নবীজির মোহাব্বত অন্তরে রেখে দাড়ীটা লম্বা কর ,।।।

যেইদিন জাহান্নাম কে ৭০ হাজার সিকল দিয়ে ফেরেশতারা বেধে রাখতে পারবেনা,

ঐ দিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করবে।। তোমার মুখে (((নুরানি দাড়ী))) দেখে।।

আল্লাহ তায়ালা সবাই কে বুঝার মতো সঠিক বুঝ দান করুন❤❤❤❤❤আমিন ❤❤❤

------- ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ------

1
$ 0.00

Comments