সত্যমান

0 3
Avatar for Lokman
Written by
3 years ago

তৃতীয় পরিচ্ছেদ । সত্যমান নির্ণয়

TRUTH VALU DETERMINATION

তী পরিচ্ছেদে বিভিন্ন ধরনের সত্যাপেক্ষী যৌগিক নচনের স্বরপপ ও সেগুলাের সতামান

য আলােচনা করা হয়েছে। আর এ অপেক্ষকসমূহের সত্যমানের ভিত্তিতে বর্তমান

অনুচ্ছেদে আমরা বিভিন্ন ধরনের যৌগিক বচনের সত্যমান নির্ণয়ের প্রক্রিয়া আলােচনা।

র। তবে এ আলােচনার ক্ষেত্র প্রাসঙ্গিক হিসেবে প্রথমে এখানে সংযােজকের পরিলি ও

মীর ব্যবহার এবং বচনের প্রতীকায়নের পদ্ধতি সম্পর্কে আলােচনা করা হয়েছে।

সংযােজকের পরিধি ও বন্ধনীর ব্যবহার

এপরে আলােচিত বিভিন্ন অপেক্ষকের স্বরূপ বিশ্লেষণ থেকে আমরা দেখেছি যে, কেবল

নিষেধক অপেক্ষক গঠিত হয় একটি সরল বচনকে সংযােজক স্বারা যুক্ত করার মাধ্যমে।

এছাড়া অন্য সব অপেক্ষকই গঠিত হয় দুটি সরল বচনকে কোনাে না কোনাে সংযােজক স্বারা

যুক্ত করার মাধ্যমে। তবে প্রতীকী যুক্তিবিদ্যায় দু'য়ের অধিক সরল বচনও এভাবে যুক্ত হতে

পারে। আর দু'য়ের অধিক সরল বচন যখন একাধিক সংযােজক স্বারা যুক্ত হয় তখন তা

থেকে উৎপন্ন হয় জটিল সত্যাপেক্ষকের। সাধারণভাবে এ জাতীয় অপেক্ষককে ব্যক্ত করতে

গিয়ে আমরা দু'ধরনের সমস্যার সম্মুখীন হই। প্রথমত, জটিল সত্যাপেক্ষকের ক্ষেত্রে কেবল

সংযােজক প্রতীক ব্যবহার করেই অপেক্ষকের অর্থ সুস্পষ্ট করা যায় না। আর এরূপ

অস্পষ্টতা থেকেই অপেক্ষকের মধ্যে দেখা দেয় এক ধরনের স্থার্থকতা। দ্বিতীয়ত, জটিল

সত্যাপেক্ষকে ব্যবহৃত একাধিক যৌক্তিক যােজকের পরিধি বা প্রভাব নির্ণয় করাও অনেক

ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। আর এ উভয় ক্ষেত্রেই বন্ধনীর (bracket) ব্যবহার অপরিহার্য।

বন্ধনী ব্যবহার করে যেমন অপেক্ষকের মধ্যকার অস্পষ্টতা থেকে উদ্ভৃত স্থার্থকতা দূর করা

সম্ভব, তেমনি সম্ভব অপেক্ষকে ব্যবহৃত যৌক্তিক যােজকের পরিধি বা প্রভাব নির্ণয় করা।

1
$ 0.00

Comments