জুলুমের প্রতিরোধ ও মজলুমের সাহায্য সম্পর্কিত হাদিসের এর শিক্ষা

0 20
Avatar for Liza073
4 years ago

এই হাদিস থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হলোঃ

(১) আল্লাহ তায়ালা ন্যায় বিচারক।। তিনি কারো উপর জুলুম করেন না।। এ জন্য তিনি জালিমের বিরুদ্ধে কঠিন ও নির্মম শাস্তির অঙ্গীকার করেছেন।।

(২) জুলুম বা অন্যায়-অত্যাচার নিপীড়ন একটি মারাত্মক গর্হিত আচরণ ও পাপের কাজ।।

(৩) প্রত্যেক ব্যক্তির দায়িত্ব অন্যের উপর জুলুম না করা।।

(৪) নিজে জুলুম না করলেই অবশ্য এ সম্পর্কিত দায়িত্ব শেষ হয়ে যায় না,, বরং সমাজে যাতে জুলুম চলতে না পারে, জালিমরা যেন মজলুমের আমৃত্যু মজলুম না রাখতে পারে, তা নিশ্চিত করা ও মুসলিমের দায়িত্ব।।

(৫) ব্যক্তিগত উদ্যোগে জুলুম নির্মূল করা অসম্ভব বিধায় এক্ষেত্রে সামষ্টিক উদ্দ্যোগ গ্রহণ করতে হবে।।।

2
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Liza073
4 years ago

Comments