বই চোর

12 18
Avatar for LittleBird
4 years ago

ফারাবির বয়স তখন ১৬ বছর। মাধ্যমিক পর্যায়ের একজন ছাত্র। বই পড়তে খুব ভালবাসে তবে বিদ্যালয়ে পাঠ্য বই নয়। পাঠ্যবই যেন তার কাছে বড় মাথা্র বোঝা। তার পছন্দের তালিকায় ছিল সাইন্স ফিকশন, সাহিত্যের নানা স্তরের বই।

তাই তো বই পড়ার ইচ্ছা হলেই বইয়ের দোকান থেকে কয়েকটা বই নিয়ে আসত চুপি চুপি। চুরি বললেও ভুল হবে না। এই দিক দিয়ে পটু ছিল সে। কেউ বুঝে ফেলার আগেই ২-১ টা বই বেগে ভরে দ্রুত দোকান ত্যাগ করত। কেউ টেরও পেত পটু বই চোরের চুরি।

হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে।তার মা ব্যস্ত হয়ে পড়ে তাকে অসুখ থেকে সারিয়ে তোলার জন্য। সপ্তাহ খানেক বিছানায় পড়ে থাকার পর তার বই পড়ার ইচ্ছা তীব্র হয়। কারণ সেই কয়েকদিন নতুন কোনো তার পড়া হয় নি। কোনো মতো অসুস্থ দেহ নিয়ে শহরের একমাত্র বইয়ের দোকানে।কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়। বন্ধ ছিল সে দোকান। বই পড়া যার নেশা সে কি আর থেমে থাকে! হেটে হেটেই চলল পাশের শহরে। পাশের শহরটা বেশ আধুনিক। অনেক বড় বড় দোকান শপিংমোল। শহরের ঠিক মাথায় ইয়া বড় এক বইয়ের দোকান দেখে তার মন ভরে গেল। রীতিমতো ডুকে পড়ল দোকানে।দোকানের গার্ড একটু সন্দেহের চোখে পর্যবেক্ষণ করা শুরু করল ফারাবিকে।

অনেক অনেক বই।কোনটা ছাড়বে কোনটা নিবে বুঝে উঠতে পারছে না।অনেক খোজা-খোজির পর ২ টা বই ওর পছন্দ হল। চুরি করার চিন্তা করল বই গুলো। টি-শার্টের ভেতরে বই ২ টি রেখে দিয়ে দোকান থেকে বের হওয়ার সময় গার্ডের কাছে ধরা পড়ল। দোকানের মালিক রেগে আগুন। রাস্তা থেকে লোক ডেকে এনে অনেক মার মারল ফারাবিকে। লাথি ঘুষি চর। এমন নির্মম ভাবে বধয় কুকুর কেউ মারে না। ঘাড় ধরে বের করে দিল শহর থেকে।

অসুস্থ শরীর তার উপর মারের আঘাতের ব্যাথ্যা নিয়ে বাসায় ফিরল। মা-বাবা সব বুঝে ফেলে প্রচন্ড বকা দিল। সব থেকে সব থেকে বড় শাস্তি যেটা পেল সেটা ছিল লজ্জা। পড়ে কয়েক বছর পর অবশ্য সে নিজেই একজন লেখক হিসেবে আত্মপ্রকার করে ফেলল এবং একজন জনপ্রিয় লেখক হিসেবে তরুণদের কাছে পরিচিতি পেল…

3
$ 0.00
Sponsors of LittleBird
empty
empty
empty

Comments

বাহ অসাধারণ গল্পটা ,ভালো লাগল অনেক, আসলে ইচ্ছাশক্তিটাই সব,ইচ্ছা থাকলে বিশ্ব ও জয় করা জায়,ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প আমাদের কাছে শেয়ার করার জন্য, পড়তে পেড়ে ভালই লাগছে,

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ গল্পটা পড়ার জন্য৷

$ 0.00
4 years ago

শুকরিয়া বন্ধু সবসময় আমার আইডির সাথে থাকবেন

$ 0.00
4 years ago

অবশ্যই৷ কেন নয়? আপনিও সাথে থাকবেন আশা করছি

$ 0.00
4 years ago

অবশ্যই ডিয়ার

$ 0.00
4 years ago

A great story. I don't usually read a story like that, but I read your story very carefully. Really liked it a lot

$ 0.00
4 years ago

thank you so much brother

$ 0.00
4 years ago

অনেক সুন্দর গল্পটা। অনেক ভালো লাগলো পড়ে। আমি গল্প পড়তে অনেক ভালোবাসি। তাই একটু বেশিই ভালো লাগলো আর কি।

$ 0.00
4 years ago

আপনাকে অনেক ধন্যবাদ আপু গল্পটা পড়ার জন্য৷ চেষ্টা করবো আরও গল্প দিতে৷ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন৷

$ 0.00
4 years ago

অসাধারণ হয়েছে প্রিয় গল্পটা। এরকম এত সুন্দর একটি গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলেই অনেক বড় মানের একজন মানুষ। আশা করি খুব শিঘ্রী আপনি একজন খুব বড় মানের কবি হতে পারবেন।

$ 0.00
4 years ago

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে৷ এভাবে অনুপ্রেরনা দিয়ে পাশে থাকবেন আশা করছি৷

$ 0.00
4 years ago

ওয়েলকাম প্রিয় পাশে আছি সব সময়। তুমিও থেকো আমাদের পাশে সব সময়।

$ 0.00
4 years ago