আমাদের ছোটোবেলা থেকে শিখানো হয় "time & tide wait for none".. অর্থাৎ:"সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না".... :- মূল কথা হলো, যা একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না... কিন্তু, যা একবার চলে যায় তাতো স্মৃতির পাতায় সর্বদাই রয়ে যায় , আমরণ ।
অন্য দিকে , কেউবা অতি ব্যাস্ততার মাঝেও হালকা ইকটু বিশ্রাম পেলেই সেগুলো মনে করে কেদে বসে , আর কেউবা তা মনে করার সেই সময় টাও পায় না । খুব ব্যস্ত থাকে ।.. কিন্তু, পরিশেষে কেউ ভুলতে পারে না।...
আমাদের শৈশব কালে কেউ কেনো বলে না , সময় সব কিছুভোলাতে অক্ষম। কিছু জিনিষ ভুল করেও ভুলা যায় না । আর সেগুলো সবসময় আমাদের হৃদয় কে ক্ষত বিক্ষত করতে থাকে।যেনো প্রতিবার নতুন করে মৃত্যুর স্বাদ নিতেই ফিরে আসছি। বেঁচে থাকাটাই অনেক কষ্টের মনে হয় তখন।
সৃষ্টিকর্তা ! জানি না কিসের শাস্তি পাচ্ছি আমি। হয়তো জন্ম নিয়েই আমি বড় অন্যায় করেছি। ...
এই ভুলের মাশুল গুনতে গুনতে হয়তো ভুল করে আবারো কখনো বেঁচে থাকার মিথ্যা আশা টা জাগবে এই হৃদয় মরুভূমিতে....!!!!
৩০.০৭.২০২০
Bohut kicu...