আজকাল বিয়ে করাটা দুঃসহ হয়ে গিয়েছে আর জিনাহ করাটা অতি সাধারণ ও সহজ , সত্যিই হাস্যকর । হালাল কাজ করার জন্য লাগে লাখ খানেক খরচ , আর হারামটা হাজার টাকায় সহজলভ্য ।
বিয়ে করতে গেলে শত শত নতুন প্রশ্নের সম্মুখীন হতে হয় । যেমন ধরেন ,
ছেলে কেমন দেখতে ?, কতো টা পরেছে? , ছেলে কি করে ?, বাড়ী কই ? , স্থানীয়? , ইনকাম কতো ?, জায়গা জমি আছে তো? , ছেলে কি দিচ্ছে ? স্বর্ণ কতো ভরি দিচ্ছে ? , কাবিন কতো ?, এত কম ?, ব্লা ব্লা আরো নানা রকম প্রশ্ন যা আপনি সারা জীবনেও শুনেন নাই হয়তো । এত সবের পর বিয়ে কোনো মতে করে ফেললে এবার শুরু হবে প্রশ্নের আরেক ধাপ ।
মেয়ের বাড়ী থেকে কি আসলো ? মেয়ে সুন্দর তো ? ওরা অ্যাপায়ন কেমন করলো, কোথায় খাওয়ালো , কতটা খাওয়ালো , এটা দিলো কিন্তু ঐটা দিলো না কেন ? না , দিতে হবে ! আরো ব্লা ব্লা ব্লা.......... ।
অন্য দিকে যখন আপনি চুপি সাড়ে গার্ল ফ্রেন্ডের সাথে দেখা করবেন অথবা অত্যন্ত ঘনিষ্ঠ কিছু সময় ও মাঝে মধ্যেই কাটাবেন অথবা so called 'ফিজিক্যাল নীড' বলে আপনি কিছুটা সময় কোনো গোপন স্থানে কিংবা কোনো গোপন পল্লী তে কাটান , তখন এত সব প্রশ্ন করার আর কেউ থাকে না। আর আপনার এই অতি গোপনীয় কাজের কথা পরিবার জানলেও কেউ কিছু না বলেই চুপ করে থাকে অথবা তারাও গোপন করেন ।
দেখলেন তো , পাপ কাজ টা কতো টা সহজ এই দুনিয়ায় ।
আর কি বলবো ।
পরিবার অপেক্ষায় থাকে ছেলে কখন স্ট্যাবলিষ্ট হবে, হোক টা ৪০ বছর । আর ছেলে পুলে ১২ বছর থেকেই গফ নিয়ে ঘনিষ্ঠ সময় কাটায় ।
আচ্ছা , আমরা না কুরআন আর হাদীস অনুযায়ী চলি? তাহলে আমাদের নবী কারীম ( সঃ ) কখন তার বিবাহ করেন , কখনো কি মাথায় আসে না ? উনি কি বিবাহ কে শুধুই দৈহিক প্রশান্তি এর জিনিষ বলেছেন , নাকি শুধুই আমাদের সমাজের লোকেদের দেখানোর জন্য বিবাহ করতে বলেছেন ?
আজ সামাজিক যে বিপর্যয় , এর পিছনে আমাদেরই হাত। মুখে আল্লাহ আল্লাহ করে কাজে কর্মে লোক দেখানোর কথা ভাবতে ভাবতেই আজ আপনাদের এই অবস্থা । দুনিয়ার এই যে স্বর্ণ , অর্থ , সম্পদ , কিছুই কি আপনি আপনার সাথে ঐ পারে নিতে পারবেন ? এই সামান্য জিনিষ টা কেনো আমরা কেউ বুঝি না । খালি পড়ে থাকি ওর গাড়ি আছে , বাড়ী আছে , আমারও লাগবে , এই চিন্তায় । অপর কে দেখে আফসোস করতে থাকলে আপনি আমৃত্যু আফসোস ই করতে থাকবেন । তাই যার যা আছে , ঐটা নিয়েই খুশি থাকেন । দাওয়ার মালিক উপরে বসে আছে , আপনার ভাবতে হবে না । সময় মতো আপনি যত টা পাওয়ার পাবেন ।
আর হালাল কে অপরের জন্যে সহজ করুন , হারাম কে নয় ।
পারলে উপকার করেন, নাইলে এই জীবনে এমনিও অনেক পেরা । আর আপনার আনন্দও ও স্থায়ী নয় ভাই । সো, অন্যের জীবনে পেরা , আপনার আর বাড়াইতে হইবো না ভাই । আর আল্লাহর জন্য হলেও অন্যের #গু ঘাটা বন্ধ করেন ।
Sotti jana chilo na apni thiki bolchan