2
13
আজ ২২ সেপ্টেম্বর ব্রিটিশ রসায়নবিদ মাইকেল ফ্যারাডির ২২৯ তম জন্মবার্ষিকী। তিনি ১৭৯১ সালে এই দিনে ইংল্যান্ডে নিউইংটন বাটসে জমগ্রহণ করেন। তিনি ২১ বছর বয়সে স্যার হামফ্রে ডেভির সঙ্গে কাজ করার সুযোগ পান। তিনি চুম্বক শক্তি নিয়ে গবেষণা করেন। তিনি চুম্বক শক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় ও তড়িৎ শক্তি দিয়ে কিভাবে যান্ত্রিক শক্তি লাভ করা যায় তা অনুসন্ধান করেন। তিনি ডায়ানামো তৈরীর করেন। তিনি ১৮৪১ সালে আবিষ্কার করেন আলোর উপর চুম্বকের প্রভাব। তিনি ১৮৩৫ সালে রয়্যাল মেডেল পুরষ্কর পান। তিনি ১৮৩২ সালে কপলি পদক পুরষ্কার পান।
Lammee the topic is very interesting please subscribe me back