গত বছর পর্যন্ত তিনি ছিলেন বড় পর্দার ভিলেন, এখন তিনি সকল ভারতীয়ের কাছে সবচেয়ে বড় আইকন।
বলছি সনু সুদের কথা। কি করেছেন (অনেকেই হয়তো জানেন), তা ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায় যে -
১ লকডাউনের শুরুতে ডাক্তার -নার্স দের জন্য নিজের হোটেল উম্মুক্ত করেছেন।
২ ১.৫ লক্ষ এক প্রদেশের শ্রমিককে যার যার স্ব স্ব ঘরে ফেরার ব্যবস্থা করেছেন।
৩ রাশিয়া থেকে ১৩৫ শিক্ষার্থীকে দেশে ফেরত এনেছেন।
৪ প্রতিদিন ৪৫ হাজার লোককে খাবার ব্যবস্থা করেছেন।
একটি মজার তথ্য দিচ্ছি
ভারতীয় সেনাবাহিনীর জয়সলমীরের কমান্ডার তার সেনার জন্য ICU bed, oxygen concentrator চেয়ে রাষ্ট্রের কাছে না চেয়ে সনুর কাছে চেয়েছে।
একটি ছবি দিচ্ছি যাতে একটি বিমান সংস্থা জাতীয় নায়ক হিসেবে সনুকে স্বীকৃতি দিয়েছে।
সব দুর্যোগে রাষ্ট্র যন্ত্র র দিকে তাকিয়ে না থেকে ব্যক্তি উদ্যোগ ও যে অনেক কাজে লাগে তার একটি উদাহরন সুদ। তিনি কিন্তু ভারতীয় ধনীর কাতারে কিন্তু সেভাবে পরেনও না।