midnight planetarium watch price in bangladesh

0 15
Avatar for Kriti
Written by
2 years ago

সোলার সিস্টেমের আদলে ডিজাইন করা এই ঘড়ির নাম Midnight Planetarium!

মূল্য : ২ কোটি ৭ লক্ষ ৬৪ হাজার টাকা।

মিডনাইট প্লানেটারিয়াম ঘড়িটার ছয়টা ঘুর্ণায়মান ডিস্ক আছে। প্রতিটা ডিস্ক একটা করে বলয় বহন করছে যার প্রতিটা রিপ্রেজেন্ট করছে সেই ছয়টি গ্রহের একটিকে যেগুলো মানুষ খালি চোখে দেখতে পারে। ডিস্কগুলো আলাদা আলাদা গতিতে ঘুরে যাতে ঘড়ির প্রতিটা বলয় আসল বলয়দের মত একই সময়ে পরিভ্রমণ করতে পারে। শনির পরিভ্রমণ সবচেয়ে বেশি সময় নেয়, ২৯ বছর। বুধ সবচেয়ে কম সময় নেয়, ৮৮ দিন।

সময় নির্দেশ করা হয় একটি উল্কার মাধ্যমে যেটা ঘড়ির ডায়ালের পরিধির চার পাশে ঘুরে। ঘড়ির একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে: আপনি কোনও দিনটিকে আপনার ভাগ্যবান দিন হিসাবে বেছে নিতে পারেন এবং স্নাতকৃত ক্যালেন্ডারে লাল পয়েন্টারটি সেই দিনটির সাথে সংযুক্ত না হওয়া পর্যন্ত বেজেলটি ঘোরান। যখন দিনটি আসবে তখন পৃথিবীর প্রতীক (নীল গোলক) ঘড়ির স্ফটিকটিতে বর্ণিত নক্ষত্রের নীচে সরাসরি থাকবে।

1
$ 0.00
Sponsors of Kriti
empty
empty
empty

Comments