মাফিয়া বউ

0 8
Avatar for Koly
Written by
4 years ago

ভাইয়া sex কাকে বলে,,, এটা দিয়ে কি হয়,,,,

তানহার কথা শুনে খাবার টা আর মুখে গেল না,,,, তানহার বয়স মাত্র ৭ বছর,,, হঠাৎ এরকম প্রশ্ন,, তানহার মুখে কোনদিন শুনিনি,,,,

আমি: এইদিকে আসো তানহা,,, কি বলতেছ তুমি,,, এই শব্দ কোথায় থেকে শুনলে,,,

তানহা: আগে বলো তুমি,,, আমাকে একজন বলেছে,,,

আমি: কে বলেছে,,, কার কাছ থেকে শুনেছ তুমি

তানহা: ভাবি বলেছে,,, তোমার কাছ থেকে এর মানে জানতে বলেছে,,,

আমি: তুমি যাও,,,, আমি তোমার ভাবিকে বলবনি,,

তানহা: আমাকে বলোনা মানেটা,,,,

আমি: বললাম তো তোমার ভাবিকে বলব,,, তুমি স্কুলে যাও,,,

তানহা: ওকে ভাইয়া ,,,, ভাবিকে বলবে কিন্তু,,,

আমি: তুমি স্কুলে যাও,, ড্রাইভার মামার সাথে,,,

(এতক্ষন যার সাথে কথা বললাম,,, আমার একমাত্র বোন তানহা,,, আম্মু ওকে জন্ম দেওয়ার সময় ই মারা গেছে,,, তারপর থেকে আমার কাছেই বড় হয়েছে,,, খুব ভালো বাসি ওকে,,,,)

খাওয়া শেষ করে রুমে গেলাম,,,, দেখলাম বৃষ্টি শুয়ে আছে,,,, বৃষ্টি হলো আমার বউ এর নাম,,, বিয়েটা একমাস আগে হয়েছে,,, বিয়েতে আমার ইচ্ছে ছিল না,, কেন ছিল না সেটা পরে জানতে পারবেন,,, এখন গল্প ফেরা যাক,,,,

আমি: তানহাকে কি বলেছো এসব,,,

বৃষ্টি: কই কি বললাম,,, কিছুইতো বলিনি

আমি: মিথ্যে কথা বলোনা,, তুমি জানোই আমার মিথ্যে কথা সহ্য হয়না,,, ওকে তুমি কিসের মানে জানতে বলেছো আমার কাছে,,,

বৃষ্টি: সরি ভুলে গেছে,,, আমি একটা বই পড়তে ছিলাম,,, সেখানেই এই শব্দ টা লেখা ছিল,,, ওটা দেখেই মানে জানতে চাইলো,,, তাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি

আমি: কি এমন বই পড়ো,, যেটাতে এরকম শব্দ ব্যবহার করা থাকে,,, তুমি ভালো করেই জানো,,, আমি তানহাকে খুব ভালোবাসি,,, আমি চাই না ওকে তুমি এমন কিছু শিক্ষা দাও,,, এটা ভবিষ্যতে খারাপ প্রভাব ফেলবে,,,, আশা করি কথাগুলো বুঝতে পেরেছ,,,

বৃষ্টি: হুম বুঝতে পেরেছি,,, আর এরকম হবে না,,,

আমি: হুম,,, ব্রেকফাস্ট করছো

বৃষ্টি: না এখনো করিনি,,, ভালো লাগতেছে না

আমি: ওহহহ,,,, যাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও,,, সকালে না খেয়ে থাকতে হয় না

বৃষ্টি: আপনাকে অত কেয়ারিং দেখাতে হবে না,,,, আমার যখন ইচ্ছা তখন খাবো,,, ভুলে যাইয়েন না,,, আমাদের মধ্যে শুধু নামে স্বামী স্ত্রীর সম্পর্ক,,,, আর তিন মাস হলেই সম্পর্কটা শেষ হয়ে যাবে,,,

আমার আর বৃষ্টির মধ্যে শুধু নামেই স্বামী স্ত্রীর সম্পর্ক,,,এখন আমাদের মধ্যে স্বামী-স্ত্রীর কোন বন্ধন তৈরি হয়নি,,,, বিয়েটা একপ্রকার হঠাৎ করেই হয়ে গেছে,,,,এই সবকিছুর জন্য আমার বাবাই দায়ী,,,,

আমি: আমি কিছুই ভুলিনি,,, আর এটা কোন কেয়ারিং না,,, তোমার জায়গায় যে কোন মেয়ে থাকলেই এই কথা বলতাম,,, তুমি খাবে কি,না সেটা তোমার ইচ্ছা,,, কিন্তু যতদিন আমাদের বাড়িতে আছো,,, আমার বাবার বোনকে এসব বুঝতে দিওনা,,, খুব কষ্ট পাবে ওরা,,,

বৃষ্টি: সেটা দেখা যাবে,,,, আপনাকে বাবা তার রুমে ডাকছে,,,,

আমি: ওকে যাচ্ছি,,

বাবার রুমে গেলাম,,, দেখলাম পত্রিকা পড়তেছে,,,,

আমি: বাবা আসবো,,

বাবা: হুম আসো,,,, তোমাকে তো সেই কখন ডাকছিলাম,,,

আমি: ব্রেকফাস্ট করলাম তো,,, তাই দেরি হয়ে গেছে,,, কিছু বলবে কি

বাবা: হুম,,, সামনে তো তোমার মায়ের মৃত্যুবার্ষিকী,,,, কিছু কেনাকাটা করতে হবে,,, তাই আমি চাচ্ছি,,, আজকে তুমি আর বৌমা এসব কিনে আনো,,,,

আমি: ওকে বাবা,,, কিন্তু বৃষ্টিকে নিয়ে গিয়ে কি করবো

বাবা: আমি বললাম তাই নিয়ে যাবে,,,, মেয়েটা আজ একমাস হলো কোথাও বের হয় না,,,,, একটু ঘুরিয়ে নিয়ে আসো ভালো লাগবে,,,,

আমি: ওকে তোমার যখন ইচ্ছা ,,, কিন্তু ওকি রাজি হবে ,,,

বাবা: হবে না কেন,,, বলেই দেখো,,,

রুমে আসলাম আবার,,, বৃষ্টি দেখলাম ফোনে কথা বলতে যে কার সাথে যেন হেসে হেসে,,,,,, আমাকে দেখে ফোনটা কেটে দিলো,,

আমি: কি হলো কেটে দিলে কেন,,, আমি এসে কি,, সমস্যা করলাম নাকি,,

বৃষ্টি:না,,, প্রবলেম হয়নি,,, কিছু বলবেন কি,,,

আমি: হুম,,, বাবা তোমাকে আমার সাথে মার্কেটে যেতে বলছে,,, সামনে মায়ের মৃত্যুবার্ষিকী,,, কিছু কেনাকাটা করতে হবে,,, যাবে কি তুমি,,

বৃষ্টি: হুম,,, অবশ্যই যাবো,,, আমি তো এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম,,,,

আমি: সুযোগ মানে,,, কোন সুযোগের কথা বলতেছ,,,

বৃষ্টি: হঠাৎ কি বলে ফেললাম,,, এখন কি বলি,,, কিসের সুযোগের কথা বলব,,,, মনে মনে বললো,,,

আমি :কি হল চুপ করে আছো কেন,,, বলো কিসের সুযোগ,,,,

বৃষ্টি: কোন সুযোগই না,,, অনেকদিন হলো বাড়িতে আছি,,, ভালো লাগতেছে না,,, কখন যাবেন,,,,

আমি: ওহহহ,,,, যাবোনি,,,তানহা আগে স্কুল থেকে আসুক,,, ওকে নিয়েই যাই,,,

বৃষ্টি: ওকে আর কি জন্য নিবেন,,,

আমি: ওকে নিলে কি সমস্যা,,,, ওতো অনেক দিন হলো,,, কথা বের হয় না,,,নিয়ে গেলে ওর ও ভালো লাগবে,,,,

বৃষ্টি: থাক না,, অন্য একদিন নিয়ে যাইয়েন,, আজ না হয় আমরাই যাই শুধু,,,(তানহা কে নিয়ে গেলে কাজ টা তো আমি সম্পূর্ণ করতে পারবোনা,,, এভাবেই হোক,,, তানহা কে নিয়ে যাওয়া যাবে না,,,, মনে মনে বলল)

আমি: ওকে নিয়ে গেলে কি সমস্যা,,, আমি বুঝতেছি না,,, তুমি ওকে পছন্দ করো না নাকি,,

বৃষ্টি: সেটা না,,,ও ছোট মানুষ,,, এত রাদে থাকতে পারবে না,,,

আমি: তা অবশ্য ঠিকই বলেছো,,, আজ বাবাকে আর একবার বলে আসি,,,

বৃষ্টি: ওকে যান,, বাবাও নিতে বলবে না ,,,,

চলবে,,,,

।।মাফিয়া বউ।।

পর্ব,,০১

1
$ 0.00
Avatar for Koly
Written by
4 years ago

Comments