Messenger in a new form
মেসেঞ্জারে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে ফেসবুক। লোগো পরিবর্তনসহ যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার।
Facebook has made a big change in Messenger. several new features have been added with logo changes.
করোনায় মানুষের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠে মেসেজিং অ্যাপগুলো। ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে মেসেঞ্জারকে নতুন রূপে হাজির করে ফেসবুক।
In Corona, messaging apps have become one of the means of communication between people. Facebook introduces Messenger in a new way to give users a new experience.
এক বিবৃতিতে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট স্টান চাদনোভস্কি বলেন, আসলে ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রামে চ্যাট এক সঙ্গে জুড়ে দেয়ার জন্য মেসেঞ্জারের নতুন লোগো আনা হয়েছে।
In a statement, stan Chadnovsky, Facebook's vice president, said the new Messenger logo has been introduced to combine Facebook Messenger and Instagram chat.
মেসেঞ্জারের যে নতুন লোগোটি প্রকাশিত হয়েছে সেটি আর আগের মতো কেবল নীল রঙের নয়, তাতে কিছুটা গোলাপি রংও রয়েছে। শুধু নতুন লোগো নয়, এসেছে নতুন থিম এবং ফিচারও।
The new Messenger logo that has been unveiled is not only blue as before, but also has a bit of pink in it. not just new themes and features.
ইতিমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও যুক্ত হয়েছে। লাভ অ্যান্ড টাই–ডাই নামে বিশেষ এক ভালোবাসার থিমও যুক্ত হয়েছে। সঙ্গে থাকছে সেলফি স্টিকার!
Messenger has already added some new features to several phones. A special love theme called Love and Tie-Die has also been added. With selfie sticker!
যুক্ত করা হবে ভ্যানিশ মোডও। স্ন্যাপচ্যাটে আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা। এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছবি দেখতে দেখতে তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে মুছে যাবে ওই ছবিটি।
Vanish mode will also be added. Users will also get the benefits of Snapchat and Instagram. If this mode is turned on, any image sent by the user will ne deleted when he leaves the chat.