‘ঘরের শত্রু বিভীষণ’ এল কোথা থেকে

0 16
Avatar for King74
Written by
3 years ago

Where did the ‘enemy of the house’ come from?

লঙ্কাকাণ্ড

‘রামায়ণে’ আছে রাম আর রাবণের যুদ্ধের কাহিনি। এই বইয়ের মোট সাতটি ভাগ; যার মধ্যে ষষ্ঠ ভাগের নাম লঙ্কাকাণ্ড। রাম-রাবণের যুদ্ধ হয় লঙ্কা দ্বীপে। লঙ্কা হলো আজকের শ্রীলঙ্কা—ভারতের দক্ষিণে অবস্থিত। লঙ্কার রাজা ছিলেন রাবণ। তিনি সীতাকে বন্দী করে রেখেছিলেন। স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য রাম আক্রমণ করেছিলেন লঙ্কায়। দুই পক্ষের যুদ্ধে সাজানো লঙ্কা নগরী তছনছ হয়ে যায়। একইভাবে এখন কোথাও হুলুস্থুল কাণ্ড ঘটলে কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে বলে লঙ্কাকাণ্ড বেধেছে।

Lankakanda

The Ramayana tells the story of the battle between Rama and Ravana. This book has a total of seven parts; The sixth part of which is called Lankakanda. The battle of Rama and Ravana took place on the island of Lanka. Lanka is today's Sri Lanka located in the south of India. Ravana was the king of Lanka. He held Sita captive. Rama invaded Lanka to rescue his wife Sita. The city of Lanka, ravaged by war between the two sides, was devastated. In the same way, now if there is a commotion somewhere or if there is a chaotic situation, Lankakand is bound.

কুম্ভকর্ণের ঘুম

কুম্ভকর্ণ এক রাক্ষস। সম্পর্কে রাবণের মেজ ভাই। কুম্ভ মানে কলসি; আর কর্ণ মানে কান। কলসির মতো বিশাল কান ছিল বলে তার নাম কুম্ভকর্ণ। এত বড় কান থাকলে কী হবে, কেউ ডেকেও তার ঘুম ভাঙাতে পারত না। একটানা ছয় মাস ঘুমিয়ে তারপর উঠত। উঠেই হাজার হাজার মানুষ ও পশু খেয়ে ফেলত। বিশাল তার দেহ, প্রচণ্ড তার শক্তি। এক দিনের জন্য জেগে আবার ছয় মাসের জন্য ঘুমিয়ে পড়ত। যখন কোনো কাজে কাউকে

ডেকেও সাড়া পাওয়া যায় না, তখন বলা হয় কুম্ভকর্ণের ঘুম।

Kumbhakarna's sleep

Kumbhakarna is a monster. About Ravana's cousin. Aquarius means pitcher; And ear means ear. His name is Kumbhakarna because he had huge ears like a pitcher. What would happen if he had such a big ear, no one could wake him up even if he called. After sleeping for six consecutive months, he would wake up. When he got up, he ate thousands of people and animals. His body is huge, his strength is huge. Waking up for one day and falling asleep again for six months. When someone at work

There is no response to the call, then it is called Kumbhakarna's sleep.

ঘরের শত্রু বিভীষণ

বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই। রাম আর রাবণের যুদ্ধে তিনি রামের পক্ষ নিয়েছিলেন। বিভীষণের মনে হয়েছে, সীতাকে বন্দী করে তাঁর ভাই রাবণ ভুল করেছেন। তাই ভাইকে ছেড়ে বিরুদ্ধ পক্ষে অবস্থান নেন তিনি।

এর মানে, বিভীষণ নিজের পরিবারের সঙ্গে

শত্রুর মতোই আচরণ করেছিলেন।

আজকের দিনে নিজের দলের কেউ অন্য দলের হয়ে কাজ করলে কিংবা পরিবারের কেউ অন্য পক্ষের হয়ে কথা বললে, এই বাগ্‌ধারার

প্রয়োগ করা হয়।

The enemy of the house is horrible

Vibhishan was Ravana's younger brother. In the battle between Rama and Ravana, he sided with Rama. Vibhishan felt that his brother Ravana had made a mistake by capturing Sita. So he left his brother and took a stand against it.

That means, horribly with your own family

He behaved like an enemy.

Nowadays, if someone from your own team works for another party or someone in the family speaks on behalf of the other party, this is a bad idea Is applied.

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for King74
Written by
3 years ago

Comments