Cryptocurrency

0 18
Avatar for King74
Written by
4 years ago

Today's post discusses only the basics of cryptocurrency . Those who are at the beginner level should definitely read this post! Then we will discuss the practical issues in the next post


What is cryptocurrency?

Cryptocurrency is a type of cryptocurrency that exists only in the Internet world. This currency does not exist in reality, through online The whole process of currency exchange is handled. A method called cryptography is used for this type of currency exchange. In this method, code is written using such language or signals that no one other than the two parties to the transaction can understand. In this method, money is transacted between the two parties in a peer-to-peer system without any third party interference. An example would be helpful to understand When we make a transaction, it is directly from the sender to the recipient Not to mention, the bank acts as a third party among us. Which is how much money you are transacting with The bank authorities have it. But there is no third party in money transactions in cryptocurrency There is also a central control system. That is, it has overall control and its users.

What is cryptography?

To give an easy example, suppose you want to tell someone an address through a message. But you don't want anyone other than the sender of this message to see this address! But if you send any message online, it is likely to be seen by a third party hacker. So you have to encrypt your message with a special key or algorithm.
Now the sender of this encrypted message must have the key through which the sender can decrypt the message!

আজকের পোস্ট টি তে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শুধুমাত্র বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যারা এই বিষয়ে একদম বিগেইনার লেভেল এ আছেন তাদের অবশ্যই এই পোস্টটি পড়া উচিৎ!

এরপর প্রাক্টিক্যাল বিষয়গুলো নেক্সট পোস্ট এ আলোচনা করব।

•ক্রিপ্টোকারেন্সি কি?

ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা, যার অস্তিত শুধু ইন্টারনেট জগতেই আছে। এই মুদ্রার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, অনলাইনের মাধ্যমে এই মুদ্রা লেনদেনের পুরো কার্যক্রম পরিচালনা করা হয়।আর এই ধরনের মুদ্রা বিনিময়ে ব্যবহার করা হয়ে থাকে ক্রিপ্টোগ্রাফি নামক একটি পদ্ধতি। এই পদ্ধতিতে এমন ভাষা বা সংকেত ব্যবহার করে কোড লেখা হয়, তা লেনদেনকারী এই দুই পক্ষ ব্যতীত অন্য কেউ বুঝতে সক্ষম হয় না।

এই পদ্ধতিতে দুই পক্ষেরমধ্যে অর্থের লেনদেন হয়ে থাকে পিয়ার টু পিয়ার ব্যাবস্থায় যার ফলে এতে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকে না।

একটি উদাহরণ দিলে ব্যাপ্যারটি বুঝতে সুবিধা হবে,

আমরা যখন কোন অর্থলেনদেন করি, তা কিন্তু সরাসরি প্রেরক থেকে প্রাপক এর কাছে যায় না, আমাদের মাঝে তৃতীয়পক্ষ হিসেবে কাজ করে ব্যাংক। যার ফলে আপনি কার সাথে কত পরিমাণ অর্থ লেনদেন করছেন সেই তথ্য ব্যাংক কর্তৃপক্ষ এর কাছে থাকে।

কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে অর্থ লেনদেন এ কোন তৃতীয় পক্ষ থাকে না, এর কোন কেন্দ্রিয় নিয়ন্ত্রণ ব্যাবস্থাও থাকে। অর্থাৎ এটির সার্বিক নিয়ন্ত্রণ ও এর ইউজারদের কাছেই থাকে।

• ক্রিপ্টোগ্রাফি কি?

সহয ভাবে উদাহরণ দেই,মনে করুন আপনি কাউকে ম্যাসেজ এর মাধ্যমে কোন একটি এড্রেস জানাতে চান। কিন্তু আপনি চাননা যে এই ম্যাসেজ টি প্রেরক বাদে অন্য কেউ এই এড্রেস টি দেখুক!

কিন্তু আপনি অনলাইন এর মাধ্যমে যেকোন ম্যাসেজ পাঠালে তা কোন থার্ড পার্টি হ্যাকার এর দেখার সম্ভবনা থাকে।

তাই আপনি আপনার ম্যাসেজ টি কে কোন বিশেষ key বা এলগরিদম এর মাধ্যমে ইনক্রিপ্ট করতে হবে।

এখন এই ইনক্রিপ্টেড ম্যাসেজটি যাকে পাঠাবেন তার কাছে অবশ্যই সেই key টি থাকতে হবে যার মাধ্যমে প্রেরক ম্যাসেজটি ডিক্রিপ্ট করতে পারবে!

3
$ 0.18
$ 0.18 from @TheRandomRewarder
Avatar for King74
Written by
4 years ago

Comments