What is Bitcoin?
Bitcoin (₿) is the world's first open-source cryptocurrency known as the decentralized digital currency. Decentralized currency because it also has a central control system. That is, it has overall control and its users.
What is blockchain?
Blockchain means a chain made of blocks or a chain of blocks. A chain is a combination of many of the same materials, as well as the addition of one to another. Think about it, the term blockchain means to create a chain of blocks by connecting many blocks to one another. And the blocks that make up this chain basically store information. Blockchain is a distributed laser that is open to everyone. When data is entered into one of the blocks in a blockchain, it is almost impossible to delete that data or make any changes to that data. But how? To know this, one must first know what is in each of these blocks. Each single block in a complete blockchain basically consists of three things - data, hash and hash of the previous block in the chain. That is, Each block in the blockchain contains the block's own data, the block's own hash, and the hash of the previous block attached just behind it. Got the data, but what is the hash thing? Hash is basically an identifier. The hash of each block is its own and specific to each. That is, the hash of two blocks can never be the same. This is a lot like a human fingerprint. Just as the fingerprints of two people can never be the same, the hash of two blocks can never be the same. And these hashes generate the stored data of each block According to. This means that if the data of a block is changed in any way, the hash of that block will also change. Now think about why each block has a hash of its previous block. If each block also contains the hash attached to it, then no one will be able to change the data of any block at will. So enter the blockchain It is almost impossible to delete or change every piece of data. Because, in this case, if you want to change the data in a block, then you have to The data of all the previous blocks has to be changed with the block, otherwise the entire blockchain will be invalidated or will not work anymore.
How does blockchain work?
Suppose you have 5 bitcoins and you want to send me 2 bitcoins from there. In that case this amount will be transferred from your wallet to my wallet. When you Send the bitcoin to my wallet address, just then a new block will be created in the blockchain with all the details of this transaction. The data for this block will be the sender i.e. your wallet address, Receiver means my wallet address and the amount of bitcoin you send. This time this new block will come in front of everyone connected to the blockchain to verify. This is when they all Verify the block or confirm that everything is OK, then this transaction record will remain permanently in the blockchain and the transaction will be completed. In the case of Bitcoin, those who do the work of verifying this block are called Bitcoin Miners. And, this Most of the fees you have to pay to process the transaction will go to Bitcoin Miners, who have used their hardware to mine Bitcoin or to verify this block. Did the job. Now you must have got a clear idea of how blockchain works and why miners can earn bitcoin by mining bitcoin.
What is Bitcoin Mining?
Bitcoin Mining is simply about processing and approving bitcoin transactions. This means that when bitcoin is traded between two people or two computers on either side, the task of processing the transaction is bitcoin mining. This Mining is done by another machine or another computer. The question that may arise here is why this process is called bitcoin "mining" when only transactions are being processed? Because, as I said before, bitcoin transactions of an amount are complete If new bitcoin is created immediately. That is, if you work to create a record of this bitcoin transaction and process this bitcoin transaction, it means that you are basically a new bitcoin Is helping to create and as a result you are also getting some amount of reward from the newly created bitcoin. This is exactly why it is called mining.
Let me answer some questions in my previous post
1. How to earn bitcoin?
Here are some ways to earn bitcoin:
Bitcoin mining
Cryptocurrency trading
Bitcoin by sale
It is also possible to earn bitcoin in some other way. I will post the details later on each topic.
2. Details about the future market?
It is a bit complicated to describe the future market of Bitcoin! But if you ask me to describe the future of cryptocurrency, I would say - Cryptocurrency will soon replace our future monetary system. The day is not far off when we will use cryptocurrencies in our daily lives. The reason I speak so confidently is:
বিল Billion dollar companies like Facebook announced the launch of their own cryptocurrency libra last year. With the help of Libra, Facebook is one of the digital money or digital currency Trying to reshape, and Facebook hopes that their new Libra currency will become a mainstream global currency in the future. Will be used on Earth which has not yet been possible in the case of any other cryptocurrency.
Just yesterday, on September 28, China announced the launch of its own cryptocurrency, DCEP, which will be launched later this year. With the introduction of this cryptocurrency, about 1.4 billion people in China will be covered by the cryptocurrency.
The United States is considering legitimizing cryptocurrencies under central contro
• Microsoft | Tesla | Big companies like Wiki have already started accepting bitcoin payments. So we can say that the world is moving towards cryptocurrency very fast and its future The market will be the whole world!
3. Is Bitcoin Earning Halal?
The ways to earn cryptocurrency are mining, trading, buy-sell. When you first think about mining, here you are verifying or verifying someone else's transaction in exchange for some coins. Getting! That means taking money in return for work. There is nothing to say about buy cell, it is halal e! And cryptocurrency is nothing different from normal money trading, much like trading in the stock market. But from a religious point of view, I have no idea. However, my personal opinion is that it is halal. If you want to know better, you can talk to a person who is experienced in religious matters.
4. Is Bitcoin Mining Possible with Android?
Truth be told, Android is never mining friendly. So it will be very difficult to give an opinion on this matter. But if you say that it is not possible to earn bitcoin or other cryptocurrencies then I would say yes it is possible!
But you need to know the correct process. He took the app down from Playstore and never started earning. 98% of apps are fake. The good news, however, is that while Bitcoin is not mobile friendly, there are some new cryptocurrencies that are fairly mobile friendly. So I will make a dedicated post on this topic in a few days, stay tuned
Last but not least, Bitcoin is not a cryptocurrency. Bitcoin is one of the 1000+ cryptocurrencies in the world today. However, the reason why there is so much discussion about Bitcoin is that Bitcoin is currently the most valuable cryptocurrency. When I am posting, 1 Bitcoin = 10705.
•বিটকয়েন কি?
বিটকয়েন (₿) বিশ্বের সর্বপ্রথম ওপেন-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়।
বিকেন্দ্রিক বা Decentralized মুদ্রা বলার কারণ এর কোন কেন্দ্রিয় নিয়ন্ত্রণ ব্যাবস্থাও থাকে। অর্থাৎ এটির সার্বিক নিয়ন্ত্রণ ও এর ইউজারদের কাছেই থাকে।
•ব্লকচেইন কি?
ব্লকচেইন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা ব্লকের চেইন।
অনেকগুলো একই ম্যাটেরিয়াল পাশাপাশি একটির সাথে আরেকটি যোগ করার মাধ্যমে সেগুলোকে একটি শিকলের মত করাকেই চেইন বলা হয়। তাহলে ভেবে দেখুন, অনেকগুলো ব্লককে একটির সাথে আরেকটি জোড়া দেওয়ার মাধ্যমে ব্লকের একটি শিকল তৈরি করাকেই বোঝানো হচ্ছে ব্লকচেইন টার্মটির দ্বারা। আর যে ব্লকগুলোর দ্বারা এই চেইনটি তৈরি করা হয় সেই ব্লকগুলো মূলত ইনফরমেশন স্টোর করে।
ব্লকচেইন হচ্ছে একটি ডিস্ট্রিবিউটেড লেজার, যেটি সকলের জন্য উন্মুক্ত। ব্লকচেইনের ব্লকগুলোর মধ্যে যখন একটি ডেটা ইন্টার করা হয়, তখন ওই ডেটাটিকে ডিলিট করা বা ডেটাটির কোন ধরনের পরিবর্তন করা প্রায় অসম্ভব। কিন্তু কিভাবে?
এটা জানতে হলে প্রথমে জানতে হবে যে এই ব্লকগুলোর মধ্যে প্রত্যেকটি ব্লকে কি থাকে। সম্পূর্ণ ব্লকচেইনের প্রত্যেকটি সিঙ্গেল ব্লকে মূলত তিনটি জিনিস থাকে- ডেটা, হ্যাশ এবং চেইনে তার আগের ব্লকটির হ্যাশ। অর্থাৎ, ব্লকচেইনের থাকা প্রত্যেকটি ব্লকে থাকে সেই ব্লকটির নিজস্ব ডেটা, ব্লকটির নিজের হ্যাশ এবং ঠিক তার পেছনে যুক্ত থাকা আগের ব্লকটির হ্যাশ। ডেটা বুঝলাম, কিন্তু হ্যাশ জিনিসটি কি? হ্যাশ হচ্ছে মূলত একটি আইডেন্টিফায়ার। প্রত্যেকটি ব্লকের হ্যাশ তার একেবারেই নিজস্ব এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট। অর্থাৎ, দুটি ব্লকের হ্যাশ কখনোই একই হতে পারবে না। এই বিষয়টি অনেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মত। দুটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন একই হতে পারবে না কখনোই, তেমনি দুটি ব্লকের হ্যাশও কখনো মিলবে না। আর এই হ্যাশগুলো জেনারেট হয় প্রত্যেকটি ব্লকের স্টোর করা ডেটা অনুযায়ী। যার মানে, একটি ব্লকের ডেটা যদি কোনরকম পরিবর্তন করা হয়, তাহলে ওই ব্লকটির হ্যাশও চেঞ্জ হয়ে যাবে। এবার চিন্তা করে দেখুন, প্রত্যেকটি ব্লক কেন তার আগের ব্লকের হ্যাশও থাকে। প্রত্যেকটি ব্লক যদি তার আগে যুক্ত থাকা হ্যাশটিও রাখে, তাহলে কোন ব্লকের ডেটা কেউ ইচ্ছামত চেঞ্জ করে ফেলতে পারবে না। তাই ব্লকচেইনে ইন্টার করা প্রত্যেকটি ডেটা ডিলিট করা বা চেঞ্জ করা প্রায় অসম্ভব। কারণ, এক্ষেত্রে আপনি যদি একটি ব্লকে থাকা ডেটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে ওই ব্লকটির সাথে তার আগের সবগুলো ব্লকের ডেটা চেঞ্জ করতে হবে, নয়ত সম্পূর্ণ ব্লকচেইনটি ইনভ্যালিড হয়ে যাবে বা কাজ করবে না আর।
•ব্লোকচেইন কিভাবে কাজ করে?
ধরুন, আপনার কাছে ৫ বিটকয়েন আছে এবং আপনি সেখান থেকে ২ বিটকয়েন আমাকে সেন্ড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই অ্যামাউন্টটি আপনার ওয়ালেট থেকে আমার ওয়ালেটে ট্রান্সফার হবে। যখন আপনি আমার ওয়ালেট অ্যাড্রেসে বিটকয়েনটি পাঠিয়ে দেবেন, ঠিক তখন এই লেন-দেনটির সব ডিটেইলস নিয়ে ব্লকচেইনে একটি নতুন ব্লক তৈরি হবে। এই ব্লকটির ডেটা হিসেবে থাকবে সেন্ডার অর্থাৎ আপনার ওয়ালেট অ্যাড্রেস, রিসিভার অর্থাৎ আমার ওয়ালেট অ্যাড্রেস এবং আপনি যতটুকু বিটকয়েন সেন্ড করবেন তার অ্যামাউন্ট। এবার এই নতুন ব্লকটি ব্লকচেইনে কানেক্টেড থাকা সবার সামনে আসবে ভেরিফাই করার জন্য। তারা সবাই যখন এই ব্লকটিকে ভেরিফাই করবেন বা নিশ্চিত করবেন যে সব ঠিক আছে, তখন এই ট্র্যানজেকশন রেকর্ডটি ব্লকচেইনে স্থায়ীভাবে থেকে যাবে এবং ট্র্যানজেকশনটি কমপ্লিট হবে। বিটকয়েনের ক্ষেত্রে এই ব্লক ভেরিফাই করার কাজটি যারা করে থাকে তাদেরকেই বলা হয় বিটকয়েন মাইনার। আর, এই ট্র্যানজেকশনটি প্রোসেস করার জন্য আপনাকে যতটুকু ফি হিসেবে দিতে হবে, তার অধিকাংশই পাবে বিটকয়েন মাইনাররা, যারা তাদের হার্ডওয়্যার ব্যাবহার করে বিটকয়েন মাইনিং করেছেন বা এই ব্লক ভেরিফাই করার কাজটি করেছেন। এবার নিশ্চই কিছুটা পরিষ্কার ধারণা পেয়ছেন যে ব্লকচেইন কিভাবে কাজ করে এবং বিটকয়েন মাইনিং করলে কেনই বা মাইনাররা বিটকয়েন আয় করতে পারেন।
•বিটকয়েন মাইনিং কি?
বিটকয়েন মাইনিং মুলত সোজা কথায় বলতে গেলে বিটকয়েনের লেনদেনগুলোকে প্রোসেস করা এবং অ্যাপ্রুভ করা। অর্থাৎ যখন দুই প্রান্তের দুজন মানুষ বা দুটি কম্পিউটারের মধ্যে বিটকয়েনের লেনদেন হয়, তখন এই লেনদেনটি প্রোসেস করার কাজই হচ্ছে বিটকয়েন মাইনিং। এই মাইনিং এর কাজটি করে থাকে অন্য একটি মেশিন বা অন্য একটি কম্পিউটার। এখানে প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র লেনদেন টি প্রোসেসই যখন করা হচ্ছে, তাহলে এই প্রক্রিয়াটিকে বিটকয়েন ” মাইনিং ” কেন বলা হচ্ছে ? কারন, আগেই বলেছি, একটি এমাউন্টের বিটকয়েন লেনদেন সম্পূর্ণ হলে সাথে সাথে নতুন বিটকয়েন তৈরি হয়। তার মানে, আপনি যদি এই বিটকয়েন লেনদেনের রেকর্ড তৈরি করা এবং এই বিটকয়েন লেনদেনটিকে প্রোসেস করার কাজ করেন, তার মানে আপনি মুলত নতুন বিটকয়েন তৈরিতে সাহায্য করছেন এবং এর ফলে আপনি নিজেও নতুন তৈরি হওয়া বিটকয়েনের থেকে কিছুটা এমাউন্ট রিওয়ার্ড হিসেবে পাচ্ছেন। ঠিক এই কারনেই একে মাইনিং নাম দেওয়া হয়েছে।
এবার এ আমার আগের পোস্ট এ করা কিছু প্রশ্নের উত্তর দেইঃ
১.বিটকয়েন কিভাবে আর্ন করে?
বিটকয়েন আর্নিং এর কয়েকটি উপায় হলোঃ
•বিটকয়েন মাইনিং
•ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং
•বিটকয়েন বাই সেল
এছাড়াও আরও কিছু উপায়ে বিটকয়েন আর্ন করা পসিবল। যা নিয়ে পরবর্তীতে বিস্তারিত পোস্ট করব প্রত্যকটি টপিক এর উপর।
২.এর ভবিষ্যত মার্কেট এর সম্পর্কে বিবরণ?
বিটকয়েন এর ভবিষ্যত মার্কেট সম্পর্কে বর্ণনা করা কিছুটা জটিল! তবে আমাকে যদি ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ বর্ণনা করতে বলেন আমি বলব যে -
ক্রিপ্টোকারেন্সি আমাদের ভবিষ্যৎ মুদ্রা ব্যাবস্থাকে খুব দ্রুতই রিপ্লেস করবে। সেই দিন বেশি দূরে নেই যখন আমাদের দৈনন্দিন জীবন এ আমরা ক্রিপ্টোকয়েন ব্যাবহার করব।
আমি এতটা কনফিডেন্টলি কথাগুলো বলার কারণঃ
•ফেসবুক এর মতো বিলিয়ন ডলার এর প্রতিষ্ঠান তাদের নিজেস্ব ক্রিপ্টোকারেন্সি লিব্রা/libra চালুর ঘোষণা দিয়েছিল গত বছর।
লিব্রা-র সাহায্যে ফেসবুক ডিজিটাল মানি বা ডিজিটাল কারেন্সিকে একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে এবং ফেসবুক আশা করছে তাদের এই নতুন লিব্রা কারেন্সি ভবিষ্যতে একটি মেইনস্ট্রিম গ্লোবাল কারেন্সি হিসেবে সারা পৃথিবীতে ব্যাবহার হবে যেটা এখনও পর্যন্ত অন্য কোন ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সম্ভব হয়নি।
• ঠিক গতকালই অর্থাৎ ২৮ এ সেপ্টেম্বর চীন তাদের নিজেস্ব ক্রিপ্টোকারেন্সি DCEP চালুর ঘোষণা দিয়েছে যা এই বছরের শেষের দিকে চালু হবে।
এই ক্রিপ্টোকারেন্সি চালু হলে চীনের প্রায় ১৪০ কোটি মানুষ ক্রিপ্টোকারেন্সির আওতায় চলে আসবে।
• ক্রিপ্টোকারেন্সিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যাবস্থার আওতায় এনে বৈধতা দেয়ার ব্যাপ্যারে চিন্তা করছে যুক্তরাষ্ট্র।
• Microsoft | Tesla | Wiki এর মতো বড় বড় প্রতিষ্ঠান ইতমধ্যে বিটকয়েন পেমেন্ট গ্রহন করা শুরু করেছে।
তাই আমরা বলতেই পারি যে পৃথিবী খুব দ্রুত ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুকছে এবং এর ভবিষ্যৎ
মার্কেট হবে সারাবিশ্ব!
৩. বিটকয়েন আর্নিং হালাল কি না?
ক্রিপ্টোকারেন্সি আর্নিং এর উপায় গুলো হলো মাইনিং, ট্রেডিং, বাই-সেল।
প্রথমত মাইনিং এর কথা চিন্তা করলে এখানে আপনি অন্য কারো লেনদেন যাচাই করছেন বা ভেরিভাই করছেন যার বিনিময়ে আপনিও কিছু কয়েন পাচ্ছেন! অর্থাৎ কাজের বিনিময়ে অর্থ নিচ্ছেন।
বাই সেল নিয়ে তো বলার কিছু নেই,এটা হালাল ই!
আর ক্রিপ্টোট্রেডিং টা নরমাল মানি ট্রেডিং এর মতোই এখানে ডিফারেন্ট কিছু নেই, অনেকটা সেয়ার মার্কেট এ সেয়ার কেনাবেচার মতো।
তবে বিষয়ে ধর্মীয় দিক থেকে আমার তেমন কোন ধারনা নেই।
তবে আমার পার্সোনাল মতামত এটা হালাল।আপনি আরো ভালোভাবে জানতে চাইলে ধর্মীয় ব্যাপার এ অভিজ্ঞ কোন ব্যাক্তির সাথে কথা বলতে পারেন।
৪. এন্ড্রয়েড দিয়ে কি বিটকয়েন মাইনিং সম্ভব?
সত্য কথা বলতে এন্ড্রয়েড কখনোই মাইনিং ফ্রেন্ডলি নয়। তাই এ ব্যাপারে মতামত দেয়া অনেকটা কঠিন হবে।
কিন্তু আপনি যদি বলেন যে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আর্ন করা পসিবল কি না তাহলে আমি বলব হ্যা অবশ্যই সম্ভব!
তবে আপনাকে সঠিক প্রসেস জানতে হবে। প্লেস্টোর থেকে এপ নামিয়ে নিলেন আর ইনকাম শুরু হয়ে যাবে এমনটা কখনোই না। ৯৮% এপস ই ফেক।
তবে একটি ভাল খবর হচ্ছে, বিটকয়েন মোবাইল ফ্রেন্ডলি না হলেও নতুন কিছু ক্রিপ্টোকয়েন রয়েছে যারা মোটামুটি মোবাইল ফ্রেন্ডলি।
তো এই বিষয় নিয়ে আমি ডেডিকেটেড একটা পোস্ট করব কিছুদিনের মধ্যেই, সাথেই থাকুন
লাস্ট আরেকটা বিষয় আবার ও ক্লিয়ার করে দেই, বিটকয়েন মানেই ক্রিপ্টোকারেন্সি নয়। বর্তমানে পৃথিবীতে ১০০০+ ক্রিপ্টো কারেন্সি রয়েছে তার মধ্যে একটি হলো বিটকয়েন।
তবে বিটকয়েন নিয়ে এত আলোচনা হওয়ার কারণ বর্তমানে সবচেয়ে বেশি মূল্যের ক্রিপ্টোকয়েন হলো বিটকয়েন।আমি যখন পোস্ট টি করছি তখন ১ বিটকয়েন = ১০৭০৫$