শুক্রবার আসলেই একটি শান্তি মনের মধ্যে ।চলে আসে। কারণ শুক্রবার মানেই আনন্দ শুক্রবার মানুষ শান্তি শুক্রবার মানুষ সুখ। মুসলিমদের জন্য শুক্রবার একটি বড় রহমত হিসেবে মানুষের জীবনে আসে। আহ শুক্রবার কত শান্তির একটা দিন কত রহমত আরেকটা দিন, মহান পাক রাব্বুল আলামিনের শুক্রবারকে তুলে ধরছেন গরিবের হজের দিন সুবাহানাল্লাহ, আমরা একমাত্র তাহার উপাস্য করব তিনি আমাদের রিজেক দেন, কথাটা বুঝা যাচ্ছে যিনি আমাদের রিজিক দেন উনি আমাদের মহান পাক রাব্বুল আলামিন। আমরা সেই রবের আনুগত্য প্রকাশ করার জন্য আমরা শুক্রবারে একসাথে গরিব-ধনী মিসকিন এতিম সবাই একসাথে আমরা একই কাতারে দাঁড়িয়ে মহান রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করি, একমাত্র ইসলাম ধর্মে সবচেয়ে নামাজের মধ্যে গরীব ধনীর পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, আবার ধনী-গরিবের পাশে বসে নামাজ পড়তে পারে কেউ কাউকে কোনদিন বাধা দিবেনা, এটা ইসলাম এটাই শান্তি।
আমি খুব গর্বিত আমি একজন মুসলিম আমি গর্বিত আমার হজের দিন শুক্রবার, মহান পাক রাব্বুল আলামীন দরবারে কোটি কোটি অসংখ্যবার আমি শুকরিয়া জ্ঞাপন করি যে উনি আমাকে একজন মুসলিম হিসেবে মোহাম্মদ নবীর উম্মত হিসেবে মুসলমান করে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, আমার ঈদের দিন শুক্রবার আমার ঈদের দিন জুম্মার দিন আমার হজের দিন জুম্মার দিন।
আমি সাধারন একজন মানুষ আমার ভুল বানান হতেই পারে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
শুক্রবার টা কেমন জানি ভালো লাগে। সবাই কম বেশী এই দিনটি উপভোগ করে। কিন্তু ইদানিং করোনা ভাইরাস এর কারণ এ সব বদলে গেছে।