বাংলাদেশ হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি। ১৯৭১ সালে ৩০ কোটি মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমার এই জন্মভূমি বাংলাদেশ। এই দেশে আমার জন্ম।এই দেশের মাটিতে আমি বড় হয়েছি , আমার কলিজা আমার দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।এটি সাধারণভাবে অর্জিত হয়নি, হয়েছে অনেক মায়ের বুকের সন্তান ত্যাগের মাধ্যমে। যখন বাঙালির ঘরে খাবার ছিলনা কিন্তু বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,যখন বলেছিলেন বঙ্গবন্ধু, তোমাদের যা কিছু আছে সব নিয়ে বের হয়ে যাও দেশকে স্বাধীন করতে হবে তখন বাঙালিরা একটুও পিছুপা হয়নি তাদের যা ছিল তাই নিয়ে পাক বাহিনীদের সামনে রুখে দাঁড়িয়েছিল, এদের মধ্যে ৩০ কোটি মানুষ মৃত্যু হয়, তাদের রক্তে রঞ্জিত হয় এই দেশের মাটি, আমি ভালোবাসি বাংলাদেশ,, ভালোবাসি এই দেশের মানুষ,, ভালোবাসি এই দেশের মাটি,, ভালোবাসি এই দেশের প্রকৃতি,, ভালোবাসি এই দেশের পশু,, ভালোবাসি এই দেশের প্রত্যেকটি মায়ের সন্তান কে।আমরা বাঙালি জাতি আমরা হারতে শিখিনি সবসময় শিখছি জিততে আমরা। আল্লাহর দরবারে একটা কথা বলতে চাই ওগো আল্লাহ, এই মহা যে করুণা ভাইরাস এই ভাইরাস থেকে প্রত্যেকটা মানুষ কে তুমি হেফাজত করো, এই দেশের প্রত্যেকটা মানুষকে তুমি তোমার রহমতে চাদরে জড়িয়ে নাও,,
হে আল্লাহ আমার মাতৃভূমিকে তুমি আগের মত সুস্থ করে দাও আল্লাহ,,
বাসায় থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আর মহান পাক রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে কান্না কন্ঠে বলেন হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদের এই মাতৃভূমিকে মাফ করে দাও
আমিন।
আমি সাধারন একজন মানুষ আমার অনেক টি বানান ভুল হয়েছে,, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
I love Bangladesh and I will