মা শব্দটাই হচ্ছে একটা শান্তির নাম,, ভালোবাসা আর আদর ঘেরা জিনিস টা হচ্ছেন মা,, যার পায়ের তলে জান্নাত,, যিনি আমাকে খুব ভালোবাসেন, আমি না খেলে যিনি খাওয়া বন্ধ করে দেন,আমি অসুস্থ হলে যিনি সারারাত ঘুমাই না,, তিনি হচ্ছেন আমাদের জনম দুখিনী মা,, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে আমাদের দুনিয়ার আলো দেখিয়েছেন উনি হচ্ছেন মা,, একটা বার চিন্তা করেন দেখেন তো মায়ের কি এক ফোটা দুধের দাম আমি আপনি কি সারা জীবনেও মেটাতে পারব,, কখনো পারব না,, কিন্তু আমাদের উপর এত দাবি থাকা সত্ত্বেও কে মা আমাকে একবার বলেন যে তুই আমার দুধের দাম দিবি,, না বলেন না কারণ উনি আমাদের খুব ভালোবাসেন,, হুম উনি হচ্ছেন আমাদের মা।ভালোবাসার নাম হচ্ছে মা,,মায়ের এক ফোটা দুধের দাম কোনদিন ও মেটানো সম্ভব না,,আর ওই মা আমাদের দুধের পাওয়ার দেখান না,,কারন উনি আমাদের সত্যকার ভালোবাসেন।শীতের রাতে ঘুমানোর সময় যখন নিজের জায়গায় প্রসাব করে ভিজিয়ে দিতাম,,তখন মা ডানে থাকলে বামে নিয়ে নিতেন তারপর যখন ভাবে উপভোগ করতাম তখন মা ওনার বুকে আমাদের নিয়ে নিতেন মা কি জিনিস সেটা আজও বুঝলাম না,, যদি বুঝতে পারতাম তাহলে কোনদিনও কোন বৃদ্ধাশ্রমে মা থাকতেন না,, পৃথিবীর সকল মাকে বলি মা আমাদের মাফ করে দাও, আর দোয়া করো আল্লাহ যেন আমাদের সবার ভিতর মায়ের ভালোবাসার ঢুকিয়ে দেন,, মা আমাদের জন্য একটা নেয়ামত স্বরূপ যা মহান পাক রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে জান্নাত হিসেবে দিয়েছেন,, মাগো তোমার খুব ভালোবাসি খুব। আমরা অবুঝ মাগো আমাদের মাফ করে দাও দোয়া করো আল্লাহ যেন আমাদের ভিতরে তোমাদের জন্য পবিত্র ভালোবাসা ঢুকিয়ে দেন।
সর্বশেষে একটা কথাই বলবো,, যাদের মা বৃদ্ধাশ্রমে আছেন তারা সবাই তাদের মাকে নিয়ে আসো শুধু মাকে নিয়ে আসার সাথে জান্নাত কে নিয়ে আসবা
আমি একজন সাধারন মানুষ আমার ভুল হতেই পারে দয়ার দৃষ্টিতে দেখবেন
ধন্যবাদ।
কোন মা সন্তানের কোনদিন ও খারাপ চাই না, আর মায়ের থেকে আপন এ দুনিয়ায় আর কেও সত্যিই হয় না, আজ ও, আমার এতো বয়স পর্যন্ত আমি আমার মা কে ছাড়া একটা দিন কাটানোর কথা ও স্বপ্নেও ভাবতে পারি না। ভালো থাকুক জগতের সকল মায়েরা।