0
3
আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেতা মিলে মিশে নাহি কেও পর কবির এই মর্মদ্বারা প্রকাশ পেয়ে আমরা বাঙালি গ্রাম অঞ্চলে যেমনই থাকি না কেন আমাদের মধ্যে কোন প্রকার বিভেদ নেই। আজানের ধনির সাথে বেজে ওঠে শঙ্খের ধনি যার মাধ্যমে একটাই প্রকাশ পায় আমরা জাত হিসেবে নিজেদের মধ্যে কোন প্রকার বিভেদ সৃষ্টি করি না।
আমরা মনে করি আমরা একে অন্যের ভাই। এই ভাবে আমাদের জীবনকে সাফলমণ্ডিত করে তুলতে পারি। গ্রাম অঞ্চলে রয়েছে ছোট ছোট কুড়ে ঘর আবার রয়েছে বড় বড় অট্টিলিকা কিন্ত এখানে আমরা ধনি দরিদ্র এর বিভেদ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি।
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী, সেই নদীতে মাঝি নৌকা চালাই আর মনের সুখে গান করে। জীবনের বড় বড় উপকূলতাকে তারা পার করে নিজের মনে সব সময় সুখের অবস্থার বিরাজ রাখে। গ্রাম্য জীবন সত্যি মন মুন্ধকর।