ভ্রমণ

2 6
Avatar for Khairul28
4 years ago

এক এক ধরণের শহর ভ্রমণ করতে পছন্দ করে থাকে। কেউ পছন্দ করে মডার্ন আর্কিটেকচার ও দুবাই এর মত মডার্ন সিটি, কেউ পছন্দ করে লাস ভেগাসের মত ২৪ ঘন্টা পার্টি সিটি , কেউ পছন্দ করে প্যারিস অথবা ভেনিসের মত রোম্যান্টিক সিটি ; আবার কেউ রয়েছে আমার মত যারা কিনা সবথেকে বেশি পছন্দ করে ঐতিহাসিক এনসিয়েন্ট সিটি। হাজার বছর পূর্বের সম্রাট, মহা সম্রাট দের রেখে যাওয়া ভাস্কর্য ও প্রাচুর্য দেখে যেই ভালো লাগা অনুভব করি তা আমি মডার্ন শহরগুলোর মাঝে খুঁজে পাইনা।

ঐতিহাসিক এই ধরণের হাজার বছর পূর্বের এনসিয়েন্ট সিটি গুলোর মধ্যে এথেন্সরোম ও ইস্তানবুল ভ্রমণ করা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী তে খুব ইচ্ছা রয়েছে কায়রোজেরুজালেম (দি গ্রেটেস্ট এনসিয়েন্ট সিটি) ,দামেস্ক ও ইস্পাহান ভ্রমণ করার।

পৃথিবীর অনেক শহরই রয়েছে যেগুলোকে এনসিয়েন্ট হিসেবে বিবেচনা করা যায় কিন্তু খুব কম শহরই হাজার বছর ধরে বর্তমান সময় পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সেই এনসিয়েন্ট আর্কিওলোজিকাল স্থান গুলো সংরক্ষিত রাখতে সক্ষম হয়েছে।

আপনি কি ধরণের শহর পছন্দ করেন ? এনসিয়েন্ট নাকি মডার্ন ?

ছবিটি দামেস্ক শহরের (ইন্টারনেট থেকে কালেক্টেড)

5
$ 0.01
$ 0.01 from @Nuhash49
Avatar for Khairul28
4 years ago

Comments

done and you should too

$ 0.00
4 years ago

Travelling is very important for mind refresh. Thanks for significant post. Please subscribe me.

$ 0.00
4 years ago