ভিয়ারিয়াল ম্যাচের সম্ভাব্য একাদশ

2 10
Avatar for Khairul28
4 years ago

মিশন - লা লীগা

প্রতিপক্ষ - ভিয়ারিয়াল

ভেন্যু- ক্যাম্প ন্যূ

সময়- ২৭ সেপ্টেম্বর

২০২০/২১ মৌসুমের অফিসিয়ালি প্রথম ম্যাচ।

প্রথম ম্যাচেই কোম্যানের সামনে প্রতিপক্ষ উনাই এমেরি'র ভিয়ারিয়াল।

ইউলো সাবমেরিনরা গত ক'মৌসুম ভাল কিছু করতে না পারলে ও, এবারো তারা কাগজে-কলমে শক্ত প্রতিপক্ষ যেকোনো দলের বিপক্ষে।

কারণ নতুন কোচ, নতুন কিছু সাইনিং- স্পেশালি ভ্যালেন্সিয়া থেকে ফ্রি সাইনিং দ্যানি পারাউহো, মাদ্রিদ থেকে ধারে সাবেক লা-মাসিয়ান কুবো এবং ওয়ার্টফোর্ড থেকে লেফট ব্যাক এস্তুপিনেন' র সংযুক্তি!

যাক গে, প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করি, দেখি আমাদের স্কোয়াডের কি অবস্থা-

সবাই জানি, বর্তমানে আমরা খুবই বাজে সিচুয়েশনের মধ্যে আছি, অন-দ্যা-ফিল্ড বলেন কিংবা অফ-দ্যা-ফিল্ড।

কারণ একটায় ট্রান্সফার টপিকে!

এখন পর্যন্ত আউট:-

১. রাকিটিচ

২. ভিদাল

৩. সেমডু

৪. সুয়ারেজ

৫.মুসা ওয়াগে (অন লোন)

**মনঞ্চু

**কুনেকা

**আকেমি

ইন:-

১. পিয়ানিচ

২. পেদ্রী*

৩. আলেনা*

৪. কৌতিনহো*

৫. ট্রিনকাও*

+ আরো কিছু সাইনিং হবে মাস্ট! [ডেস্ট*, ডিপাই*, গার্সিয়া*, ওয়ানাইল্ডুম*, মাক্স আরেন্স*] - রুমারড

এবার আসা যাক ভিয়ারিয়াল ম্যাচের পসিবল স্কোয়াড আলোচনায়-

জিকে :

১. নেতো

২. পেনা

তেনাস [যদি ডাকে]

ডিফেন্স :

১. পিকে

২. লেংলেট

৩. আলবা

৪. রবার্তো

৫. আরাউহো

৬. ফিরপো

৭. উমতিতি

মিড :

১. বুসি

২. ডি জং

৩. কৌতিনহো

৪. পিয়ানিচ

৫. আলেনা

৬. পেদ্রী

৭. রিকি পুজ

ফরোর্য়ড :

১. মেসি

২. গ্রীজি

৩. ফাতি

৪. ডেম্বুজ

৫. ট্রিনকাও

ইঞ্জুরড- [স্টেগান, ব্রাথওয়েট]

বি টিমের আরো বেশ ক'জনকে হয়তো ডাকলেও ডাকতে পারেন কোম্যান! যদি মন চায়

ভিয়ারিয়াল ম্যাচের সম্ভাব্য একাদশ :

নেতো

রবার্তো পিকে লেংলেট আলবা

বুসি ডি জং

কৌতিনহো

মেসি ফাতি

গ্রিজ্জমান

আপনার কি মনে হয়? যদি একাদশ এমন হয়, জেতা যাবে?


2
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments

Excellent information

$ 0.00
4 years ago

yeah thanks

$ 0.00
4 years ago