Topic: Puig Alena & 4-2-3-1

0 10
Avatar for Khairul28
4 years ago

প্রশ্নোত্তর পর্ব - ২

প্রশ্নঃ রিকির কি এই ফর্মেশনে জায়গা নাই? ও না খেললে এই ফর্মেশনের দরকার নাই(রাগান্বিত স্বরে)।

উত্তরঃ জায়গা আছে, কেন থাকবে না? তবে বিষয়টা অনেক কম্পলিকেটেড।

রিকি হচ্ছে ৪-৩-৩ এর লেফট মিড। ফুল সিজন দূরের কথা, হাফ সিজনও খেলে নাই। তো এক রিকির উপর বেজ করে আপনি মিডফিল্ড সাজাবেন? উল্লেখ্য, ৪-৩-৩ এ গেলে আপনি আপনার এটাকিং ট্যালেন্ট যারা আছে তাদের পুরোপুরি ইউজ করতে পারবেন না। গ্রিজি,কুতিনহো এরা গেইম টাইম না পেলে মিডিয়াসহ ইন্টারনালিও ঝামেলা হবে৷ তার চেয়েও বড় কথা রিকি কি মিড লিডার হওয়ার জন্য প্রস্তুত?

৪-২-৩-১ এ রিকির জন্য দুইটা পজিশন। পিভট ও CAM. ডাবল পিভট ফুটবলে আসার পর থেকেই একটা আদর্শ পিভট হচ্ছে একজন বল উইনার আরেকজন বল ডিস্ট্রিবিউটার।

অনেকেই বলেছেন স্পেনের আলোন্সো বুশির মতো কেন আমরা পুইগ-ফ্রাঙ্কি পিভট খেলাতে পারবো না?

বুস্কেটস আলোন্সো পিভটে বুস্কেটস বা আলোন্সো কেউই বল ক্যারি করে ফাইনাল থার্ডে যেতো না। যেটা ফ্রাঙ্কি যায়। গেলেও যেতো বুস্কেটস, খুব কম। তখন বুস্কেটস ইয়াং, দৌড়তে পারতো বেশি। তবে তার চেয়েও বড় কথা বুস্কেটস বল উইনার হিসেবে অসাধারণ। প্রাইম বুশি মাঠের যেকোন পজিশন থেকে বল উইন করতে পারতো। একই সাথে সে ডিস্ট্রিবিউটার ও উইনার।

তবে আলোন্সো বা বুশি দুজনের কেউই মিড থেকে খুব বেশি উপরে উঠতো না, আলোন্সো ডিপে বুশি একটু উপরে বা ভাইস ভার্সা করে ডিস্ট্রিবিউশন চলতো। আলোন্সো অনেকটা রেজিস্তা টাইপ হলেও ইপিএলে ও মরিনহোর মাদ্রিদে খেলার কারণে তার ট্যাকলিং ভালো ছিল। ডিফেন্সিভ এবিলিটি ভালো ছিল। বুস্কেটস লেভেলের বল উইনিং এবিলিটি না থাকলেও যথেষ্ট ছিল। তাই বুশি-আলোন্সো একসাথে ক্লিক করেছিল।

পুইগ কি আলোন্সো বা বুশি লেভেলের ডিফেন্সিভ ওয়ার্করেট দিতে পারবে? তার সে লেভেলের বল উইনিং এবিলিটি আছে? ফ্রাঙ্কি উপরে উঠে গেলে ডিফেন্স লাইন প্রটেক্ট করার মতো ফিজিকালিটি বা ডিফেন্সিভ এবিলিটি সে শো করে? তিনটার উত্তরই না। তার চেয়েও বড় কথা বুশি ও আলোন্সো দুজনই নিজ নিজ দলে হোল্ডিং মিড ছিল। যেটা পুইগ বয়সভিত্তিক দলেও খেলে নাই। তাই পিভটে পুইগের উপর অটোমেটিক চয়েজ হবে হোল্ডিং মিড পিয়ানিচ ও বুশি।

তাছাড়া পুইগ হলো শো স্টপার। যে কিনা ডমিনেট করবে। আপনি যখন ফ্রাঙ্কিকে মেইন পিলার বানাবেন মিডের, তার পাশে পিভটে লাগবে একজন সাইলেন্ট কিলার টাইপের ক্যারেক্টার। পুইগ কি সেই প্রোফাইলের? না।

আর CAM পজিশনে মোট ক্যান্ডিডেট পুইগ ছাড়াই ৫ জন। মেসি,কুতিনহো,গ্রিজমান,পেদ্রি ও ত্রিনকাও। পেদ্রি,ত্রিনকাও ও কুতিনহো না হয় বাদই দিলাম, ধরলাম এদের ওভারটেক করতে পারলো রিকি। মেসি আর গ্রিজিকে কিভাবে পারবে?

প্রশ্নঃ আর এলেনা?

উত্তরঃ পুইগের চেয়ে এলেনা অনেক বেশি এটাকিং। একাডেমিতে ওকে মেসির সাথে তুলনা করা হতো। এলেনা অনেকটা নাম্বার ৮/১০ মিশ্রণ। উপরে রিকির ব্যাপারে যেসব বললাম সবাই আপনি এলেনার ক্ষেত্রে খাটাতে পারবেন।

বেতিসে এলেনা যখন লোনে গেল তার লোন স্পেল কিন্তু অত ভালো ছিল না। কেন? কারণ তার সামনে ছিল কানালেস ও ফেকিরের মতো দুজন হাইলি ক্রিয়েটিভ প্লেয়ার। এলেনা একটু ডিপে খেলতো এবং সেখানে সে ধারাবাহিক ছিল না।

ফ্রন্ট ফোরে এলেনার গেইম টাইম পাবার চান্স খুবই স্লিম। খেললে তাই পিভটেই খেলতে হবে এবং তারও পিভটে খেলার মতো সেই কোয়ালিটি নাই। এলেনা হোল্ডিং প্লেয়ার না। তাই এলেনাও পিভট পজিশনে ফার্স্ট চয়েজ হবে না।

প্রশ্নঃ তাহলে সমাধান? (রিকি, এলেনা দুজনের ক্ষেত্রেই)

উত্তরঃ একমাত্র সমাধান কম্পিটিশন করে উন্নতি এবং নিজেদের আরও উন্নত করা।

(যেহেতু দুজনই থাকছে তাই হিসেব করেই বলা)

তবে দুজনের ক্ষেত্রেই একটা কথা বলতে চাই। কেউই মেইন টিমে ফুল সিজন খেলে নি। তাদের কাছে ৪০-৫০ ম্যাচ আশা করা বোকামি। রিকি,এলেনা,পেদ্রি,ত্রিনকাও, আরাউহো সবার জন্যই এটা হতে পারে ব্রেকথ্রু সিজন। রিকি এবং এলেনা দুজনেরই তাদের ফিজিকালিটি নিয়ে কাজ করা উচিত। যেন ব্রেকথ্রু সিজন পেলেও শুধু ফিজিকালিটি এর দোহাই দিয়ে কেউ বেঞ্চ করার সাহস না রাখে। মনে রাখা উচিত ৪-২-৩-১ কন্টিনিউ হবে ( সুয়ারেজ গেলো,তার মানে আরেকটা এটাকিং প্লেয়ার আসবে।

প্রশ্নঃ পিভটে ফিজিকালিটি কি আসলেই দরকার?

উত্তরঃ আপনার এটাকিং এরিয়াতে যখন হাই ওয়ার্করেটের লোক কম থাকবে তখন মাস্ট। বায়ার্ন এ গোরেৎজকা, ফ্রান্সে পগবা, জার্মানির শোয়াইনি প্রত্যেকেই পিভটে ছিল ডিফারেন্স মেকার। যদিও তাদের দলের এটাকিং লাইনের ওয়ার্করেট ভালো ছিল, এখন বার্সায় কুতিনহো মেসির পেছনে কি লেভেলের ওয়ার্করেট লাগবে চিন্তা করেন!

প্রশ্নঃ ডিফেন্স?

উত্তরঃ বিগত কয়েক সিজনে আমাদের ফেলুয়ারের পেছনে যতটা না স্ট্র‍্যাটেজিক কারণ,তার চেয়ে বেশি পারসোনাল এরর দায়ী। ইউসিএল, লীগ সব অভার অল মিলিয়ে। তবে ৪-২-৩-১ এ ডিফেন্স ওপেন হবে,তাই দুই পাশের দুই উইংগারের বা RM/LM এর ওয়ার্করেট লাগবে।

গত সিজনে বুস্কেটসের পড়তি ফর্মই আমাদের ব্যর্থতার মূল কারন। গত দশ বছর ধরে আমাদের মেইন ডিফেন্ডার কিন্তু পিকে/পুয়োল/মাশ্চে না, সেটা ছিলেন সার্জিও বুস্কেটস।

2
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments