শুভ জন্মদিন' ন্যু ক্যাম্প আজকে ৬৩ বছরে পা রাখলো ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব এফ সি বার্সেলোনার হোম গ্রাউন্ডটি।নিচে দেওয়া হলো কিছু ন্যু ক্যাম্প ফ্যাক্ট
১৯৫৪ সালের ২৮ মার্চ এর কাজ শুরু হয়,শেষ হয় ১৯৫৭ সালের ২৪ সেপ্টেম্বর।
ন্যু ক্যাম্প এর বাংলা আভিধানিক অর্থ হলো নতুন মাঠ।
এর আর্কিটেক্ট হলেন দুজন, ফ্রান্সেস মিটজন্স এবং জোসেফ সতেরাস।
এটি স্পেন তো বটেই ইউরোপের সবচেয়ে বড় এবং সমর্গ পৃথিবীর চতুর্থ বড় স্টেডিয়াম।
এর ম্যাক্সিমাম হাইট ১৫৭ ফুট।
এর বর্তমান আসন সংখ্যা ৯৯,৩৫৪ টি।
তবে এতে হাইয়েস্ট অ্যাটেনডেন্স রেকর্ড করা হয় ১২০,০০০ জন।(১৯৮৬ সালের
ইউরোপিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা বনাম জুভেন্টাস এর ম্যাচে।
এর টোটাল কন্সট্রাকসন খরচ এই পর্যন্ত প্রায় ১.৭৩ বিলিয়ন ইউরো।
স্টেডিয়াম টি চালু করার পর বার্সেলোনা টানা ১৩ টি ম্যাচ অপরাজিত ছিল।(১১জয়,২ড্র)
প্যারাগুয়ান ফুটবলার ইউলগিও মার্টিনেজ নু ক্যাম্পে গোল করা প্ৰথম খেলোয়ার।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার ১০০০ তম জয় টি আসে সেভিয়ার বিপক্ষে।ম্যাচটি বার্সা জিতে
৫-১ গোলে।
১৯৮২ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিল এই মাঠে।তবে তাতে ডিফেন্ডিং
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বেলজিয়াম এর কাছে ১-০ গোলে হেরে যায়।এছাড়াও
একটি সেমিফাইনাল ও হয়েছিল এখানেই।
১৯৮৯ এর ইউরোপিয়ান কাপের ফাইনাল এখানেই হয়েছিল।ম্যাচটিতে স্তেওয়া বুখারেস্টকে
৪-০ গোলে হারিয়ে ম্যাচটি জিতে নেয় এসি মিলান।
১৯৯২ সালের অলিম্পিকের শহর ছিলো বার্সেলোনা।যা মূলত এই ন্যু ক্যাম্পে ঘিরেই।
১৯৯৯ সালের বায়ার্ন মিউনিখ বনাম ম্যানচেস্টার ইউনাইটেড এর দা গ্রেটেস্ট
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সাক্ষী এই ন্যু ক্যাম্প।
২০১৯ সালে ন্যু ক্যাম্পে করা গোল গুলোর মধ্যে সেরা গোল বাছাইয়ের জন্য ভোট গ্রহন
করা হয়।সেখানে সর্বোচ্চ ৪৫% ভোট পেয়ে সেরা গোল নির্বাচিত হয় ২০০৬-০৭ সিজনে
গেটাফের বিপক্ষে মেসির সেই বিখ্যাত ম্যারাডোনার মত করা সলো গোলটি।
এত উপর থেকেও যে জিনিসটা চোখে পড়ছে তা হল স্টেডিয়ামটির সিটের মধ্যে লেখা 'MES QUE UN CLUB'.এটি হলো এই ক্লাবটির মূল মটো।কিন্তু বর্তমান ম্যানেজমেন্ট এর আন্ডারে দিনদিন ক্লাবটি তার অনেক সাধনার রেপুটেশন নষ্ট করছে।যার সুযোগ নিচ্ছে রাইভাল বাহিনী।পান থেকে চুন খসলেই এদের পোস্ট পাবেন এটা নাকি মোর দেন আ ক্লাব। অর্থাৎ একটি গার্বেজ ম্যানেজমেন্টের কর্মকাণ্ডকে ঘিরে এরা ভালোই সুযোগ নিয়েছে,যেন বার্সার এত বছরের ঐতিহ্য স্যাক্রিফাইস এসব কিছুই না।
যাই হোক আমরা মোর দ্যান এ ক্লাব ছিলাম,আছি এবং থাকব এই কামনা করি এবং প্রিয় 'ন্যু ক্যাম্পকে' আবারো জানাই জন্মদিনের শুভেচ্ছা।আর এটি শুধু একটা স্টেডিয়ামই নয়।কাতালুনিয়া বাসির যোদ্ধাদের দূর্গও বটে।
Wow.... Nice