--------------------------
কান্দে দিদি "হায়রে বিধি, পোড়া কপাল আমার,
দিল-পেয়ারা ভাইরে তোরা, কেমনে হলি চামার ?
তোদের দেশে বেড়ায় ভেসে ঝাঁকে ঝাঁকে ইলিশ,
বোনকে রেখে মুখটি ঢেকে কেমনে একা গিলিস ?”
আমরা খোকা বড়োই বোকা মধুর আলাপনে,
দিদির ঘরে দিলাম ভরে ইলিশ টনে টনে !
“ভাইরে” বলে খুশির ছলে বললো দিদি হেসে,
“ফারাক্কাটার জলে এবার বাংলা যাবে ভেসে”!
পাই না পানি একটুখানি দারুন চৈত্র মাসে,
বর্ষা এলেই অধিক জলে দেশটা আমার ভাসে !
দিদির কথা যায়রে বৃথা দাদার কাছেই চাবি,
"শাড়ির মতো নয়রে ছোট ধুতি আর পাঞ্জাবি !"
বলছে দিদি "থাকিস যদি আমার আঁচল ধরে ,
সুখের চাবি হস্তে পাবি এই জীবনের তরে !
পারিস যতো মনের মতো দিসরে পরান খুলে
থাকবি মনে খুব যতনে রাখবো মাথায় তুলে !”
বুকের ভিতর লাগেযে ডর কেমনে বলি তারে,
মাথায় তুলে মনের ভুলে আছাড় যদি মারে ?
সেই না ভয়ে যাচ্ছি সয়ে কষ্টে ফাটে বুকটা,
"বলনা কবে মিলবে তবে 'স্বাধীনতার সুখ'টা ?"
yees