Spain

0 14
Avatar for Khairul28
4 years ago

স্পেন : মোট জনসংখ্যা ৪ কোটি ৭১ হাজার ৩৯৬

রাজধানী মাদ্রিদ, মিউনিসিপ্যাল এরিয়ার জনসংখ্যা ৩২ লক্ষ ২৩ হাজার ৩৩৪ এবং টোটাল এরিয়ার জনসংখ্যা ৭৫ লক্ষ। মাদ্রিদ হচ্ছে স্পেনের মোস্ট পপুলেটেড এবং একই সাথে মোস্ট ভিজিটেড সিটি।

Places to visit : ইউরোপিয়ান রাজধানী সিরিজের মাদ্রিদ নিয়ে এটাই লাস্ট পোস্ট, নেক্সট ক্যাপিটাল ইজ তিরানা (আলবেনিয়া)।

Parco del Retiro - মাদ্রিদের অন্যতম পরিচিত একটি স্থান হচ্ছে Parco del Retiro নামক পার্কটি। এক পার্কটি কয়েক শত বছর স্প্যানিশ রাজাদের রয়েল পার্ক হিসেবে ব্যাবহৃত হয়েছে। ১৮৬৮ সালের রিভোল্যুশনের পর পুরো পার্কটিকে মিউনিসিপ্যাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় এবং সাধারণ জনগণের জন্য খুলে দেয়া হয়। (photo 1,2,3)

Gran Via - এটি নির্দিষ্ট কোনো বিশেষ মনুমেন্ট না। এটি হচ্ছে পুরো মাদ্রিদ শহরের সবথেকে ফেমাস রাস্তা এবং কোনো মাদ্রিদ ট্যুর কমপ্লিট হতে পারেনা এই রাস্তায় একটি ঘুল্লা না দিলে। এটি হচ্ছে মাদ্রিদের হার্টবিট। অসংখ লাক্সারিয়াস শপ, থিয়েটার, সিনেমা নিয়ে তৈরী করা হয়েছে এই রাস্তা টি। এটিকে বলা যায় মাদ্রিদের অক্সফোর্ড সার্কাস। (photo 4,5)

Barrio La Latina - এটি হচ্ছে মাদ্রিদের সবথেকে ফেমাস মহল্লা যেখানে একটি ঘুল্লা দেয়া মাদ্রিদের একটি মাস্ট এক্টিভিটি। বিভিন্ন রং বেরঙের বাড়িঘর , তাপাস বার, ক্যাফে , রেস্টুরেন্ট দিয়ে সাজানো এই মহল্লায় পাওয়া যাবে মাদ্রিদের অথেন্টিক ভাইব। (photo 6,7,8)

2
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments