5
9
পৃথিবীর যে কোন সম্পর্ক,একটা সময় এসে ভেঙ্গে যায়।কেউ কখনো একই মাত্রায়,সমানভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না।সকল সম্পর্ক এমন নিয়তি মেনেই বেঁচে থাকে।কিছুদিন দূর্বার প্রাণস্পন্দন দেখিয়ে,এক সময় এসে ঝিমিয়ে পড়ে।
সম্পর্কের জন্ম হয় মৃত্যুর প্রয়োজনে ৷ সম্পর্ক টিকিয়ে রাখা যায় - কেবল বিশ্বাসের নবায়নে।ভালবাসা আপেক্ষিক,বহু ভাবে ভালবাসা যায়।সম্পর্ক কোন সার্টিফিকেটে বন্দী নয়,বাতাসের মত ক্রমধাবমান।ভালবাসার পরিবর্তন প্রিয়তা টিকিয়ে রাখে,দুটি মানুষের একনিষ্ট বিশ্বাসের সম্পর্ককে ! তথাকথিত এক ঘেয়েমিতা দূর করে,জীবনকে দান করে প্রতিদিনের সুবাসিত,পরিচ্ছন্ন সম্পর্কের ভোর !
true