Riqui Puig Future

2 7
Avatar for Khairul28
4 years ago

যেটা বলেছিলাম যে, কোম্যান অফিসিয়ালি কনফার্ম না করা পর্যন্ত কোন মন্তব্যই করা উচিৎ না। গতকাল ম্যাচ শেষে কোম্যান পুইগ সম্পর্কে বলেছে।

কোম্যানের কথার মূল পয়েন্ট হলো, রিকির গেইম টাইম দরকার। যেটা এই সীজনে বার্সায় পাওয়া খুবই কঠিন। কারন কোম্যানে ৪-৩-৩ এপ্লাই করবে না। ৪--২-৩-১ এই খেলাবে৷ আর সেখানে পিভটে অটো চয়েজ পিয়ানিচ-ফ্রাংকি। ব্যাক আপে বুসি,এলেনা। সামনে মেসি, গ্রিজমান, কৌতিনহো, ফাতি, ত্রিনকাও, দেম্বেলে। পেদ্রি কে যদি খেলায় সেও থাকবে৷ এই অবস্থায় রিকির জন্য গেইম টাইম বের করা খুবই কঠিন। অথচ এই সীজনে রিকির গেইম টাইম বেশি দরকার।

কোম্যান তার কথায় ক্লিয়ার। সে ফিউচার চিন্তা করেছে। এই সিচুয়েশনের জন্য সে চায় এই সীজনের জন্য রিকি লোনে থাকুক। এটা ফ্যানদের জন্য হতাশাজনক হলেও রিকির ক্যারিয়ারের জন্য ভালো সিদ্ধান্ত। এমন একটা ক্লাবে রিকি কে যদি লোনে দেয় যেখানে সে পর্যাপ্ত প্লেয়িং টাইম পাবে তাহলে সেটা রিকির ক্যারিয়ারের জন্য যেমন ভালো, তেমনি বার্সার জন্যও ভালো৷ এলেনাও কিন্তু এক সীজন লোনে ছিলো। এবার ব্যাক করেছে এবং কোচের প্ল্যানেও আছে।

রিকির প্লেয়িং টাইম যে কমে যাবে সেটা পিয়ানিচ কে যখন কিনলো তখন থেকেই তো আলোচনায় ছিলো। আবার এই সীজনে কৌতিনহোও ব্যাক করেছে। সেই হিসেবে তাদের টপকে রিকির প্লেয়িং টাইম পাওয়া খুবই কঠিন। আবেগ এক পাশে সরিয়ে যদি চিন্তা করি তাহলে এক সীজনের লোন রিকির ক্যারিয়ারের জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে।

অনেকেই জাভির কথা উদাহরণ হিসেবে আনে। জাভি বলেছিলো যে "আমার টিমে রিকি একজন স্টার্টার"। এখন কথা হলো জাভি যদি বার্সার কোচ হতো তাহলে সে ট্রাডিশনাল ৪-৩-৩ ই ইউজ করতো। আর তার প্ল্যান কি থাকতো অন্যান্য প্লেয়ারদের নিয়ে সেটাও অজানা। তাই আপাতত যেটা সামনে সেটা নিয়েই চিন্তা করা উচিৎ।

হ্যাঁ, রিকি কে টিমে না দেখা আমাদের জন্য হতাশার। কিন্তু এর চেয়েও বেশি হতাশা লাগবে তখন, যখন দেখবো যে রিকি ক্লাবে আছে কিন্তু ম্যাচের পর ম্যাচ মাঠে নামতে পারতেছে না। এই দৃশ্য দেখার চেয়ে প্লেয়িং টাইম বেশি পাবে এরকম কোন ক্লাবে এই সীজন লোনে কাটাক। কারন বার্সার সাথে রিকির মানিয়ে নেওয়ার কোন ব্যাপার নাই।

পক্ষে-বিপক্ষে অনেক মতামতই থাকবে। অনেকের কাছে লীগের ম্যাচে অফিসিয়ালি দায়িত্ব পালন করার আগেই কোম্যান অজনপ্রিয় হয়ে গেছে৷ যেটা হওয়ার কথা ছিলো না। এই বোর্ড এত বছর যা করে গেছে সেটা ওভারনাইট শেষ হয়ে যাবে না সেটাও মাথায় রাখা উচিৎ। সব বিষয়ে জাজমেন্টাল হওয়ার আগে একটু চিন্তা করে দেখা উচিৎ। ২৬ তারিখ থেকে লীগের ম্যাচ শুরু হবে৷ কয়েকটা ম্যাচ যাক, দল কেমন খেলে সেটা দেখা হোক, তারপর না হয় বাকি চিন্তা করা যাবে। বাস্তবতা এটাই যে, কোম্যান এখন বার্সার কোচ সেই বার্তোমেউ এর আন্ডারেই। দেখা যাক


3
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments

Nice

$ 0.00
4 years ago

thanks

$ 0.00
4 years ago