0
11
আজকাল তোমাদের খুব জয়জয়কার
প্রতিবাদে লাভ নেই তাই স্বাধ হয় কার ,
সত্যের টুটি চেপে দিন দিন ধরছো
মিথ্যের বেসাতিতে এ শহর ভরছো |
শক্তির নিক্তিতে পেশিগুলো ফুলছে
তোমাদের ইশারায় সব কিছু দুলছে,
ইমারত ফাঁপা হোক বাইরেতে খুব ধার
খোঁজ নিয়ে দেখো তবে ভেতরটা হাহাকার |
ইতিহাস ফিরে আসে মহাকাল কথা কয়
যুগে যুগে বার বার সত্যের হয় জয়,
বুঝে নিয়ো অতঃপর পাওনার গুরুভার
নকল হীরের খোঁজে এ জীবন একাকার |
বটগাছ টিকে থাকে শেকড়েই তার প্রাণ
আগাছারা ঝরে যায়, প্রকৃতির এই দান