Prayer

0 4
Avatar for Khairul28
4 years ago

কে খুব বেশি ভালোবাসতেন একদিন সে হুট করে হারিয়ে গেল, কিংবা আস্তে আস্তে বদলে গেল। আপনি পাগলের মতো তাকে না পেয়ে প্রতিনিয়ত তার ফেবু আইডি সার্চ করা শুরু করলেন। কি পোস্ট দেয়, আপনাকে মিন করে কিছু লিখে কি না! অথবা অন্য কারো সঙ্গে ব্যস্ত কি না!

কি দরকার এসবের বলতে পারেন! ভালো বাসতেন তাকে অনেক তাইনা! হয়ত তাই। কিন্তু এগুলোর দরকার একেবারেই নেই। আত্মসম্মান নেই আপনার?

হ্যাঁ, যদি আত্মসম্মান থেকে থাকে তাকে ছাড়াই বাঁচতে চেষ্টা করুন। কোন দরকার নেই আইডি সার্চ করার, সে কার সঙ্গে কথা বলে ,সময় কাটায় দরকার নেই এসব জানার।

যে এ জীবনেই আপনার ভালোবাসায় মৃত, তার আইডি কিংবা জ্বলন্ত ভালোবাসার খোঁজ কোনটাই আপনার প্রয়োজন নেই।

আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যখনই তার কথা মনে হবে নিজের ভুলের ক্ষমা পেতে জায়নামাজ নিয়ে বসে পড়ুন। নামাজ পড়ুন।

মহান আল্লাহ তা'আলা বলেন-

فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَان

আমি রয়েছি নিকটেই। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে।

(সুরা বাকারা, নং ১৮৬)

একদিন দু'দিন যেতে যেতে দেখবেন, আপনি আল্লাহর পথে চলে গিয়েছেন। আর এখন তাকে ছাড়া বেশ আছেন। এই বেশ থাকাটা আপনার জন্য খুবই ইমপর্টেন্ট।

আপনি যখন আল্লাহকে ভালোবেসে ফেলবেন, তখন কার ভালোবাসা পাননি তা আর ভাবতে হবেনা কিংবা কেউ ভালোবাসলো কিনা তাও জানার দরকার পরবেনা আপনার।

মহান আল্লাহ তা'আলা বলেন-

ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتم

তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাক। (সুরা হাদীদ, নং ৪)

সৃষ্টিকর্তা আপনাকে এমন একটা পথ বাতলে দেবেন দেখবেন আপনি আগের চেয়ে আরও বেটার আছেন। আপনি যত কষ্টই পান না কেন, যত একাই হোন না কেন আপনার হৃদয় জুড়ে থাকবে এক অনাবিল প্রশান্তি। দুনিয়ার কোন সম্পর্ক, সম্পদ কিংবা সম্মান কিছুর জন্যই আপনার কষ্ট হবেনা ইংশাআল্লাহ।

আর দেখুন হাদিসে আছে, "আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী"

তাই তিনি যা বোঝেন সেটাই পরিকল্পনা করে রেখেছেন আপনার জন্যে। আপনি কখনোই ভাবেননা আপনার ভাগ্যই কেবল এসব লিখা বরং এটা ভাববেন ঐ মানুষটার ভাগ্য নিয়েও আমার আল্লাহর নিখুঁত পরিকল্পনা আছে। কেননা এক হাতে তালি বাজেনা, আর কোন ঘটনাই আপনার জীবনে কেবল আপনাকে নিয়েই ঘটবেনা বরং অন্য কেউ না কেউ এর সাথে জড়িত থাকবেই।

তাই আপনার জায়গায় আপনি সৎ থাকুন দেখবেন পরিকল্পনা যাই দেখতে লাগুক আপনি ভুল না হলে সফল আপনিই হবেন।

তাই এটাই ভাবুন যে হারিয়ে গেছে কিংবা পেয়েও হারিয়েছেন তাকে আপনার সাথে এক করার কিংবা সারা জীবন রাখার কোন পরিকল্পনাই আল্লাহর ছিলো না। মাঝখানের কিছু সময়গুলো কেবলই আপনাকে যাচাই করার জন্য ঘটেছিল যে আপনি আপনার রবের ফায়সালায় কতটুকু সন্তুষ্ট আর কতটুকু পরিশ্রম করে নিজের জন্য সঠিকটা রবের থেকে আদায় করে নিতে সচেষ্ট।

সুতরাং, এখন একটা দীর্ঘশ্বাস ফেলুন, আর বলুন "আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন"

ُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। (সুরা কাফ নং ১৬)

অতএব, এখন আপনি যেমন আছেন, যেভাবে আছেন এটাই আপনার জন্য উত্তম ব্যবস্থা এই কথাটা মনে প্রাণে মেনে নিতে পারলেই আপনি আপনার রবের কৃতজ্ঞ বান্দা/বান্দী এবং অনুগত বান্দা/বান্দী হিসেবে পরিচিতি পাবেন ইংশাআল্লাহ।

তাই মন থেকে অন্তত একবার বলি-----

"আলহামদুলিল্লাহ" আলহামদুলিল্লাহী রব্বিল আ'লামিন।

2
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments