কেউ মারা গিয়েছে,সে ভালো মুসলিম ছিল কি ছিল কিনা,সেটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? যেখানে তার সাথিরা পর্যন্ত এটা করার সাহস করে না। রাসূল(সাঃ) এর আশেপাশে কত মুনাফিকের বসবাস ছিল। তার কাছে আশেপাশের মুনাফিকদের তালিকা ছিল।যেটা কিনা তার সবচেয়ে কাছের সাহাবীরা পর্যন্ত জানার আগ্রহ করেনি।কিন্তু আজ আপনি আমি হেটে বেড়াই,তাকে দোষারোপ করছি সে ভালো মুসলিম কি না!
কি অসুস্থ মানুসিকতা। আর মানুষজন আমাকে বলে, ইসলাম হলো ভালোবাসা,শান্তি-সম্প্রীতি। রাবিশ!
আমাদের নিজেদের ভিতর সম্প্রীতি নেই।আমাদের মসজিদের ভিতর ঐক্যের অভাব।আর আমরা চাই বিশ্বের মানুষ যেন ইসলামকে ভালোবাসে। আমরা কার সাথে মজা করছি? আমাদের পরিবারের ভিতর ভালবাসা নেই।অনৈক্য এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।ঠাট্টা-বিদ্দ্রুপ একজন আরেকজনকে উপহাস করা এগুলো সহজেই গ্রহন্যগ্যতা পাচ্ছে। হুজুররা হুজুরদের দেখতে পাচ্ছে না।যেন তাকেই শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আর আমারা বলি,আমাদের সাথে কেন এমন করা হচ্ছে?এর জন্য আপনি-আমি দায়ী,আমার ভাইয়েরা। আপ্নি-আমি জা করছি তার প্রভাব পুরো ঊম্মাহ'র উপর পড়ছে।
1
9