Miralem pjanic technical profile:

2 24
Avatar for Khairul28
4 years ago

শুরুতে নজর দেয়া যাক পিয়ানিচের প্রধান গুনাবলীর দিকেঃ

  • কোয়ালিটি পাসারঃ পিয়ানিচের পাসিং একুরেসি ৮৭.৪ % জুভেন্টাসের প্লেয়িং স্টাইলের সাথে সেটা বেশির থেকেও বেশি...

  • ডিস্ট্রিবিউটরঃ এই ডিস্ট্রিবিউশন রোলে বার্সার আরেকটা বেস্ট মিড ডি জং থাকায় বল সার্কুলেট ও ডিস্ট্রিবিউশনের ডেডলি ডুয়ো হবে...

  • ক্রিয়েটিভিটিঃ গত সিজনে পিয়ানিচ পার গেইম এভারেজ ২.১ কি পাস প্রোভাইড করেছে... এর আগের দুই সিজনে এটা ছিল ৬ ও ৫.৪... সারি আসার পর পিয়ানিচকে কিছুটা ডীপার রোলে খেলাইছে...

  • ডিফেন্সিভ এবিলিটিঃ ডিফেন্সিভলি যথেষ্ট সলিড তার প্রতি ম্যাচ বল ইন্টারসেপশন ক্ষমতা প্রায় ৭.৯৭...
    এছাড়াও ট্যাকল সাকসেস রেইট ইম্প্রেসিভ...

  • ফিজিক্যালিটিঃ ফিজিক্যালিটি ব্যাপারটা বার্সা মিডে ভিদাল , পৌলিনহোরা রিসেন্ট ইয়ারে আনলেও পিয়ানিচ হলো ট্যাকনিক্যালিটি ও ফিজিক্যালিটির একটা দারুন কম্বিনেশন...

What he could bring to Barcelona?

কোমান বার্সা ট্রেডিশনাল ৪-৪-৩ থেকে বেরিয়ে হাইলি এটাকিং ৪-২-৩-১ এ শিফট করবেন..
ডাবল পিভট মিডের সামনে একজন ফ্রী রোলের নাম্বার ১০ বা এটাকিং মিড খেলাবেন ...
পিভট মানে ডিফেন্সিভ মিড, ডাবল পিভট মানে দুজন ডিফেন্সিভ মিড... দুজনের ডিওটি হচ্ছে ডিফেন্সের সামনে শিল্ড হয়ে কাজ করা প্লাস বল ডিস্ট্রিবিউট করা...

এই রোলে ফ্রাংকি ডিজং একটু এডভান্স রোলের মিডফিল্ডার... তার ডিস্ট্রিবিউশন পাওয়ার, ড্রিবলিং , বল সার্কুলেশন সব কিছুই একজন পিভটের চেয়েও বেশি কিছু... ডিস্ট্রিবিউট করতে করতে ডিজং প্রতপক্ষের বক্স পর্যন্ত অপারেট করবে এবং ফ্রন্ট লাইন প্রেস প্লাস রিকভারী করবে... পিয়ানিচ হবে সেকেন্ড বল উইনার ,ইন্টারসেক্টর ও ব্লকিং এজেন্ট ইনক্লুডিং ডার্টি ওয়ার্ক...

৪-২-৩-১ এর ডিফেন্সিভ উইক লিংক হলো পিচের সেন্ট্রাল এরিয়াতে... পিয়ানিচের রোল কিন্তু এই যায়গায় ডিজং এর চেয়ে সামান্য ডিপার ... ডিফেন্স ও মিডের প্রাইম শিল্ড হয়ে...
সেন্ট্রাল এরিয়া ব্লকের গুরুদায়িত্ব থাকবে তার হাতে... ইন মাই আইস হি ইজ দ্যা রাইট চয়েস...
এর কারন পিয়ানিচ হচ্ছে পজিশনিং নেয়ার ক্ষেত্রে আর্টিস্ট...
সঠিক সময়ে সঠিক পজিশনে পাওয়া যাবে...
পিয়ানিচ ডি জং মিড ডুয়োর ডিফেন্সিভ ইন্টেলিজেন্স তাদের সামনে হাইলি এটাকিং CAM বা সেকেন্ডারী স্ট্রাইকার (কৌটা, মেসি, পেদ্রী, পুইজ, গ্রিজমান ) কে একেবারে টেনশন ফ্রী রাখবে যার ডিফেন্স নিয়ে ভাবা লাগবেনা...


ভিসেন্তে দেল বক্স বুসি সম্পর্কে বলেছেঃ "আপনি খেলা দেখলে বুস্কেটস কে দেখবেন না , কিন্তু আপনি বুস্কেটসকে দেখলে পুরো খেলা দেখবেন..."
(পিয়ানিচের ক্ষেত্রে আমি বলবো প্রতিপক্ষ পিয়ানিচকে ততক্ষন পর্যন্ত দেখবেন না যতক্ষন না সে আঘাত করে ) তার কিলার পজিশনিং সেন্স আর সুপেরিয়র ট্যাকনিকালিটি সম্পন্ন পাস হঠাৎ করে যে কাউকে ডিফেন্সিভলি ডিস অর্গানাইজ করতে পারে... ইভেন ডিপার রোলে খেলও পার গেইম এভারেজ ২.১ কি পাস!! অসাধারন স্ট্যাট।।

লা লীগার ম্যাক্সিমাম টীম আমাদের বিপক্ষে লোব্লক আর জোনাল ডিফেন্ডিং করে... সেক্ষেত্রে দূর পাল্লার শর্ট একটা বিগ সলুশন... সেকেন্ড বল উইনারের + স্টপার এর পাশাপাশি পিয়ানিচ কিন্তু দূর পাল্লার শুটার...

ভার্সেটাইল পিয়ানিচ DM, CM, CAM তিনপজিশনেই সমানতালে অপারেট করতে সক্ষম... এখন যেহেতু পিভট সেক্ষেত্রে ডিজং এর এডভান্স রোল পিয়ানিচ প্লে করে লেফট সাইড দিয়ে বক্স অপারেট করতে পারে, সেক্ষেত্রে ডিজং হবে স্টপার...
সোজা কথা হইলো (অপশন আর অপশন)... অপজিট ডিফেস্নিভ লাইন কনফিউজ করার ক্ষেত্রে এমন ভ্যারিয়েশন অবশ্যই কার্যকরী।।

গত সিজনে মেসি ৭২ কি পাস দিয়েছে যা লীগে প্রথম , মেসির কছাকাছি বার্সার যে প্লেয়ার কি পাস দেয় এই লিস্টে তার অবস্থান ৩৯ তম... ভাবা যায় এগ্লা একটা প্লেয়ার গোল করে আবার নিচে গিয়ে গোল বানায়... আর কেউ নাই... সেক্ষেত্রে পিচের ডিপ থেকে প্লে মেইকিং এবিলিটি আরেকটা স্পেশাল এডিশন যোগ করবে... কি পাস দিতে মেসিকে ঘনঘন ড্রপ করতে হবেনা... মেসি লেভেল না হলেও দারুন কি পাস সাপ্লাইয়ার পিয়ানিচ।

ওয়ার্ক রেইট খুবই ক্রুসিয়াল পার্ট ৪-২-৩-১ সেটাপের পিভটেদের জন্যে... সেক্ষেত্রে বুসির চেয়ে ফাস্ট রেস্পন্ডার পিয়ানিচ... ফিজিক্যালিটি প্লাস ট্যাকনিক্যাল কম্বিনেশন এইখানে মাস্ট নিডেড... এখানে যারা পুইগ রে চান সেটা স্রেফ সুইসাইডাল... এই যায়গায় ফিজিক্যাল ব্যাটেল, এরিয়েল, ডুয়েলের যে লড়াই সেটা পুজের জন্যে টাফ।। আই কাউন্ট পুজ এজ এ পিউর CAM...
সো পিয়ানিচ এখানে অপশন নয় চয়েস...

এবার যেহেতু উয়িং নির্ভরতা বাড়বে সেক্ষেত্রে লং বল , লব পাস এর প্রয়োজনীয়তা বাড়বে... সুতরাং পিয়ানিচ ইজ এ প্রায়োরিটি চয়েস ফর লং বল ডিস্ট্রিবিউশন...


ম্যাচের কিছু কিছু সময় আমাদের বল হোল্ড আর গেম টেম্পো কন্ট্রোল করতে হয় ... এই ব্যাপারটায় বড় সড় ব্যার্থতা আছে আমাদের... হঠাৎ করেই আমদের ডিফেন্স ও ডিফেন্স শীল্ড ব্ল্যাক আউট ... এটার কারন ছিল বুসি অতিরিক্ত মার্কড হওয়া প্রসের সামনে পাসিং অপশন না পওয়া... এখানে কিন্তু আমাদের দুজন মিড দুজনেই পজিশনিং আর্টিস্ট... সুতরাং এবার গেম টেম্পো কন্ট্রোলে অসুবিধা হবেনা... কারন পিয়ানিচ প্রেশার হ্যান্ডেলিং এক্সপার্ট এবং হাইলি এক্সপিরিয়েন্সড... আমাদের এক্সপিরিয়েন্সড আলবা পিকেরা আবার এমন সিচুয়েশনে প্যান্ট ভেজায় ফেলে...

সবাই কমবেশি জানে পিয়ানিচ ডেডবল স্পেশালিস্ট... বার্সায় মেসি এটার ১ নাম্বার হলেও পিয়ানিচের এডিশন ও তার সেট পিচ দক্ষতা আমাদের কর্নার, ফ্রী কিক এ আরো আনপ্রেডিক্টেবিলিটি ও ভ্যারিয়েশন আনবে...

সুতরাং আমার কাছে পিয়ানিচ একটা কমপ্লিট প্যাকেজ আমাদের নতুন মিড সিস্টেমে... এখন আপনি যদি প্রি সিজনের ২২ মিনিট দেখে জাজ করে ফেলেন তাহলে এই পোস্ট এড়িয়ে যাওয়া বেটার...

I've a strong feeling that he is a special addition to our midfield.
#ForcaBarca



1
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments

Sondhor bhh vaiya ki valoi nh liksan..like cmt diye pase thakbn.inssallah

$ 0.00
4 years ago

okk

$ 0.00
4 years ago