Koemans Formation

0 9
Avatar for Khairul28
4 years ago

বর্তমান বার্সার জন্যে কোমানের ৪-২-৩-১ বিগত তিন সিজনের ৪-৩-৩ এর চেয়ে কেন ট্যাকটিক্যালি বেটার?

বিগত ৩ সিজন বার্সা ৪-৩-৩ খেলার উপযুক্ত ছিল কিনাঃ

পিকচার ১ এর একাদশটাই ছিল ভালভের্দে ও সেতিয়েনের মোস্ট ইউজড এলিভেন... ৪-৩-৩ ফর্মেশনে মেসির সর্বোচ্চ সার্ভিস পেতে হলে যেটা দরকার সেটা হলো প্রাইম বুসির মত কেউ, জাভি প্রোফাইলের মত হোল্ডিং মিড ফিল্ডার, ইনিয়েস্তার মত একজন এটাকিং মিড... পার্ফেক্ট একজন লেফট উয়িংগার ... + একজন স্ট্রাইকার কাম উয়িংগার (ডেভিড ভিয়া)

তাহলে ফলস নাইন বা সেকেন্ড স্ট্রাইকার রোলে মেসি বিদ্ধংসী..

এবার আসি গত তিন সিজনে ৪-৩-৩ খেলানোর মত বা স্টাইল ফলো করার মত রিসোর্স আমাদের ছিল কিনা?

প্রাইম বুসিকে রিপ্লেস করার মত ডি জং ছিল বাট তাকে খেলানো হয়েছে আউট অফ পজিশনে, আর্থুর কে কেনা হইছে ওর প্লেয়িং স্টাইল ও ডিপ থেকে (এনাদার ডি জং প্রোফাইল).. জাভির রোল কে প্লে করতো জানেন? কচ্ছপ গতির রাকিটিচ অথবা হেডলেস চিকেন ভিদাল.., কৌতিনহোকে ইনিয়েস্তা রোলের জন্যে কেনা হলেও তাকে লেফট উয়িংগে চেপে দেয়া হয়েছে...

নেইমার এর রিপ্লেসে কেনা ডেম্বেলেকে পাওয়া গেছে ম্যক্সিমাম হাসপাতালের বেডে....

এরপরেও তিন সিজনে ২ টা লীগ জেতা হয়েছে আমাদের... সেটা আসলে বার্সা নয় মেসি জিতেছে...

If one man could win the league single handedly that could be Lionel Messi only...

স্টেগান কেও ক্রেডিট দিতে হয়...

কোন ভাবে লীগ জেতা গেলেও এই স্কোয়াড ওয়াজ নট এনাফ ফর ইউ সি এল...

এর দায় আমি ভালভার্দেকেও দেবো না সেতিয়েন কেও দেবোনা...

এর দায় কালপ্রিট বার্তো গ্যাং এর..

পিকচার ২ঃ এটা ৪-৩-৩ এর এটাকিং ট্রাঞ্জিশন...

মিডে পাসিং ট্রায়াংগেল বলে কিছুই ছিল না.. ক্রিয়েটিভিটি লেস মিড থেকে পর্যাপ্ত সাপ্লাই না থাকায় মেসি রাইট থেকে কিছুটা সেন্ট্রালি চেপে ডিপে ড্রপ করতো সেখান থেকে চান্স ক্রিয়েশন ও স্কোরিং দেখতো... মেসি উয়িং ছেড়ে আসার পর রাকিটিচ মেসির/ভিদাল মেসির নিচে অবস্থান করে মেসির সাপোর্টিং রোল প্লে করতো... ম্যাক্সিমাম বিল্ডাপে দেখা যেত মেসি ওয়ান টু ওয়ান করে ভেতরে ডুকতে পাস করতো আর রাকি বল লুজ করতো নয় ব্যাকপাস..

এবার এই ধরনের এটাকিং এর সমস্যা হলো মেসি সেন্ট্রালি পজিশান নিলে পুরা একটা উয়িং খালি হয়ে যেতো... রাইট উয়িং.. সেই উয়িং ধরে প্রতিপক্ষের ফুলব্যাক সেমেদোর পিছনে বিশাল স্পেস পেয়ে যেতো.. উয়িংগার না থাকায় সেমেদো পিচের অনেক হাই হয়ে কনভার্টেড উয়িংগার হয়ে যেতো... মেসির ফেলে আসা গ্যাপ এক্সপ্লয়েট করে প্রতিপক্ষের উয়িংগার ও ফুলব্যাক এর সাথে সেমেদোর অবস্থান হয়ে যেতো ১ ভার্সাস ২...

অপনেন্ট মিড সামান্য স্পিডি হলে তারা ইজিলি আমাদের মিডের ডিফেন্সিভ শিল্ড রাকিটিচ আর বুসিকে স্পিডে বিট করতো...

আমাদের ডিফেন্ডার কাম স্ট্রাইকার জনাব ব্যাবসায়ীর বাজে পজিশনিং সেন্স এর কারনে একটা কাউন্টার ও থামানো পসিবল হতো না... পার ম্যাচে স্টেগানের সেইভ থাকতো ৩+ বা ৪+ এর মধ্যে ১ভি ১ সেইভ থাকতো ২ টার বেশি.....

লেফট সাইডের উয়িক লিংক ছিল আলবা.. ট্রাকব্যাক করতো না, হি ওয়াজ টু লেজি আবার মিড লাইন ছিল কম্বিনেশন লেস... ব্যাস লেফট সাইড ও এক্সপোজড... আলবা ট্র‍্যাক ব্যাক করতে করতে গোল খাওয়া কমপ্লিট...

এই সিস্টেমে প্লেয়ারগুলা পেস লেস থাকায় মিড ছিল ডেড.. বল সার্কুলেশন ছিল স্লো,পাসিং ট্রায়াংগেল তো ছিলই না..৷ প্রত্যেকটা প্লেয়ারের পাছায় ছিল টনে টনে চর্বি.. মুভমেন্ট এত স্লো ছিল যে প্রতিপক্ষ দ্রুত স্পেস কভার করে ফেলতো আর উনারা ব্যাকপাস ব্যাকপাস খেলতেন... প্রতিপক্ষ প্রেস করলে এই অবস্থায় সলিউশন ছিল সামহাউ বল মেসি পর্যন্ত দাও... মেসি ছাড়া প্রেস বিট করার মত একটা প্লেয়ার নাই... ব্যাক পাস আর ব্যাক পাস... দ্রুত মুভমেন্ট আর ভালো পাসম্যাপ থাকলে তবেই না প্রেস বিট করতো? এগুলা কিছু ছিল?

মেসির ইন্ডিভিজুয়াল এই পাছামোটাগুলাকে ২ টা লীগ জিতাইছে কিন্তু উচলে এক্সপোজড..

উয়িং নির্ভরতা থেকে বের হয়ে আসাটাই ছিল ৪-৩-৩ বা টিকিটাকা কলাপ্সের একটা ভাইটাল কারন... উয়িংগার থাকলে প্রতিপক্ষের ফুলব্যাক কে বিজি রাখা যায় ডিফেন্স ড্র‍্যাগ করা যায়.. উয়িংগার না থাকলে প্রতিপক্ষের সাথে মেসির সিচুয়েশন সৃষ্টি হতো ৩ ভার্সাস ১... স্টিল মেসি প্লেইড লাইক এন এলিয়েন...

পিকচার ৩ঃ ডিফেন্সিভ সিচুয়েশনে ৪-৩-৩ হয়ে যেতো ৫-৩-১-১ সুয়ারেজ টোটাল আইসোলেটেড মেসি উইদাউট সাপোর্ট... উয়িং থেকে গ্রিজমান/কৌটা/ডেম্বেলেও ডিফেন্সিভ ডিউটি করতো... এই অবস্থায় এত বেশি মিস-অর্গানাইজড সিচুয়েশন তৈরি হতো.. বাজে পজিশনিং এর জন্যে ক্রস ও সেটপিস থেকে হরহামেশাই গোল হজম করতে হয়েছে.....!!

এই সিস্টেমগুলা পর পর ৩ বার খুব বাজে এক্সপোজড হয়েছে... মেসির ইন্ডিভিজুয়াল অতিদানব পার্ফমেন্স ইগ্নোরড হইছে... তিনটা বছরে বার্সা ছিল যাষ্ট লাইক আর্জেন্টিনা....

নাউ ফলো পিকচার ৪ঃ

এবার আসি কোমানের ৪-২-৩-১. এখানে মিডে ডাবল পিভট জং-পিয়ানিচ, জং-এলেনা, জং-পুইগ হতে পারে.. পুইগ প্রুভ করেছে হি ক্যান প্লে এনি হয়ার ইন মিডফিল্ড..

এবার লেফট উয়িং এ কৌটা বা ডেম্বেলে, রাইটে মেসি,

আর নাম্বার ১০ রোলে পেদ্রি/ ট্রিনকাও... স্ট্রাইকার গ্রিজ্জি/ডিপায়/ফাতি... ডিপায় সাইনিং না হলে ফাতির গেইম টাইম বাড়বে..

গেম যখনি প্রগেস করবে মেসি হয়তো নাম্বার ১০ রোল নিয়ে নেবে.. পুরো ৯০ মিনিট মেসি বারবার পজিশন সোয়াপ করবে পেদ্রি/ট্রিনকাও এর সাথে...

৪-৩-৩ এ মেসি সেন্ট্রালি শিফট করলে পুরা উয়িং ব্ল্যাক আউট... এবার কিন্তু তা না.. পেদ্রি ট্রিনকাও এর ভার্সেটাইলিটি আমাদের জন্যে আশীর্বাদ.. সমান্তাকে ওরা নাম্বার ১০ বা রাইট উয়িং দুইটাই সামলাতে পারবে.. ইভেন মেসিকে প্রপার রেস্ট দেয়া সম্ভব...

গ্রিজ্জির যা ওয়ার্ক রেইট আর হোল্ডিং এবিলিটি.. স্কোর লাগবেনা ফ্রন্ট লাইন প্রেস আর মেসির জন্যে রাস্তা বানাইলে আর লাগেনা.. পেদ্রি, ট্রিনকাও, কৌতিনহোরাও রেগুলার স্কোরার হতে যাচ্ছে... (গ্রিজ্জি থাকতে সেইম প্রোফাইল ডিপায় না হলেও চলে)কমদামে পাইলে লাভই..

ধরেন গেগেন প্রেসিং কোন টিম আমাদের প্রেস করছে.. কিন্তু আমাদের স্পিডি মিড সার্কুলেশন দ্রুত স্পেস মুভমেন্ট করার কত এনার্জিটিক মিড (জং -পিয়ানিচ/জং-পুইগ, জং-এলেনা) আছে...

স্লো কচ্ছপ নাই.. ভালো ড্রিবলার প্লাস পাসিং ট্রায়াংগেল খেলে অভ্যস্ত.. একলা ডিজং এই পারবে দুইটা প্লেয়ার বিট করে বেরিয়ে যেতে..

এছাড়াও স্পিডি দুইটা উয়িংগার +মেসি+ গ্রিজ্জি দুইটা স্পিডি ফুলব্যাক (সেমেদো/ডেস্ট-আলবা/ফিরপো) এতগুলা স্পিডি প্লেয়ার পাসিং ট্রায়াংগেল করে অতি দ্রুত প্রেস বিট করবে.. বরং এই টিমকে প্রেস করা সুইসাইড হইতে পারে... প্রেস করার মানে হলো স্পেস দেয়া.. আর এরকম ফ্রন্টলাইন কে স্পেস দেয়ার মানে হলো সুইসাইড যেখানে মেসির মত লিথ্যাল ফিনিশার বাস করে সেখানে গোল আউট অফ নো হয়ার ও আসে আর স্পেস দিলে কি হবে?

নাউ ফলো পিকচার ৬ঃ ডিফেন্সিভ ৪-২-৩-১ কিন্তু উইদাউট দ্যা বল পিউর কাউন্টার এটাকিং সেটাপ.. এ অবস্থায় মেসি সেন্ট্রালি থাকলে ট্রিনকাও/পেদ্রী থাকবে উয়িং চেপে আর ওরা উয়িং চেপে থাকলে মেসি থাকবে সেন্ট্রাল.. তবে মেসি উয়িং এ থাকাই বেটার কজ মেসি ডিফেন্সিভ ডিউটি করবেনা...

বি দ্রঃ প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা ক্যাপশন দেয়া আছে যেটাতে এরো লাইন, পাস ম্যাপ এর ব্যাখ্যা দেয়া আছে..

ধন্যবাদ

5
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments