যে মেয়েটা তোমার জন্য দিনের পর দিন অপেক্ষা করে একের পর এক প্রপোজাল ক্যান্সেল করে গেছে সেই তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে বলে দিচ্ছো সে তোমার যোগ্য নয়।অথচ এই মেয়েটাই শূন্য পকেট থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত এতোটা সময় তোমার পাশে থেকেছে।কিন্তু আজ তোমার চোখে সেই মেয়েটাকে বয়স্ক লাগে।বড্ড বেমানান লাগে নিজের পাশে তাকে দেখতে।ভালোবাসার রং এতো তারাতারি কিভাবে বদলে ফেলতে পারো তোমরা! কিভাবে পারো একটা মেয়ের মনকে এভাবে দুমড়েমুচড়ে পিষে দিতে! যে তার ফ্যামিলিকে এতো গুলো দিন মানিয়ে নিয়েছে এই আশায় যে একদিন তার প্রিয় মানুষটা প্রতিষ্ঠিত হয়ে তার বাবা-মায়ের সামনে এসে দাঁড়াবে।তখন আর কেউ বলতে পারবে না ছেলে অযোগ্য।আর এখন নিজে যোগ্য হয়ে সেই মেয়েটার নামের পাশে অযোগ্যের সিল মেরে দিচ্ছো! এই মেয়েটা আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবে? পারবে ভরসা করতে! পারবে না।ভালোবাসা মাঝে মাঝে চাকচিক্যের কাছে হেরে যায়।কারো কারো জীবন থেকে এভাবেই হয়তো ভালোবাসা নামক শব্দটাও হারিয়ে যায় চিরতরে,সাথে মানুষটাও।
0
5