0
12
কবি সায়ীদ আবুবকর। নব্বই দশকের বলিষ্ঠ কবি কণ্ঠ। তার কবিতায় নতুন করে ঐতিহ্য ছড়িয়ে পড়ে বাংলা কবিতায়। 'প্রণয়ের প্রথম পাপ' করেছিলেন 'জুলেখার শেষ জালে'। তখন 'সাদা অন্ধকারে কালো জ্যোৎস্নায়' 'মেসোপটেমিয়ার মেম'কে দেখে মনে হয়েছিলো তার 'বঙ্গেতে বসতি'। 'আবার একটিবার একসাথে' 'কপোতাক্ষ পাড়ের রোদ্দুর' খেতে খেতে মনে হয়েছিলো সে 'কাগজ কুসুম'। তবুও বলেছিলেন 'তুমি বল তুমি বৃষ্টি ভালোবাসো', 'আমার কোথাও যাওয়ার নেই'। সে বলল, 'তোমার পৃথিবী চালায় দস্যুরা'। আর তাই চললাম আমি।
কবির ৪৮ তম জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি।হ
বি.দ্র.: কবির প্রকাশিত কাব্যগ্রন্থের নাম গুলো উপরের লেখায় পাবেন।