সান্তোরিনির অনেক সুন্দর সুন্দর ফটো তো এই কয়দিন আপনাদের সাথে শেয়ার করলাম , তো এখন বলি কিছু অভিজ্ঞতার কথা।
প্রথম যেই বিষয়টি আমাকে আশ্চর্য করেছে সেটি হচ্ছে দ্বীপটি এতো ফেমাস এবং লক্ষ্ লক্ষ্ পর্যটকদের প্রতি বছর গ্রহণ করলেও এখনও তার পুরোনো গ্রাম্য পরিবেশ মেইন্টেন করতে পেরেছে। তবে এই গ্রাম্য পরিবেশ দেখার জন্য আপনাকে গাড়িতে করে ঘুরতে হবে। আপনারা শুনে অবাক হবেন যে পুরো সান্তোরিনি দ্বীপে একটি ট্র্যাফিক লাইটও নেই। বিষয়টি আশ্চর্জনক হলেও সত্য। এই ধরণের গ্রাম্য রাস্তা দিয়ে দুই পাশের অসাধারণ প্রকৃতির মাঝে ড্রাইভিং করার আনন্দ একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যারা ড্রাইভিং ভালোবাসে।
সান্তোরিনির গ্রামগুলো কি ধরণের ? বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় একটি পাহাড় অথবা উঁচু হিলের ওপর কিছু বাড়ি ঘর, কয়েকটি গির্জা এবং কয়েকটি রেস্টুরেন্ট অথবা কফি শপ নিয়ে বানানো ছোট্ট একটি গ্রাম এবং তার সামনে অনেক জায়গা নিয়ে বানানো আঙুরের ক্ষেত। সান্তোরিনি ওয়াইনের জন্য খুব ফেমাস এবং এই আঙ্গুর গুলো ওয়াইন বানানোর জন্যই ব্যবহার করা হয়ে থাকে। শুরুতে অবশ্য বুঝা যায়না যে এগুলো আঙুরের ক্ষেত। খুব কাছে গেলেই শুধু বুঝতে পারবেন। আমরা গাড়ি থামিয়ে ক্ষেতের ভিতর প্রবেশ করে কিছু আঙ্গুর খেয়েছিও। খুবই মিষ্টি আঙ্গুর।
এই ধরণের ছোট ছোট গ্রাম ছাড়াও এমনো কিছু বাড়ি ঘর রয়েছে যা কিনা সবকিছু থেকে একদম বিচ্ছিন্ন। চতুর্দিকে শুধু ক্ষেত এবং ক্ষেতের মাঝে হয়তো শুধু ২/৩ টি বাড়ি।
দুৰ্ভাগ্যবশত মানুষ সান্তোরিনি গেলে শুধুমাত্র টিপিক্যাল ২/৩ টি স্থানেই তাদের ভিজিট সীমাবদ্ধ রাখে যেগুলো টিক-টক অথবা ইনস্টাগ্রামে ঢুকলেই পাবেন। সেই জায়গা গুলো নিঃসন্দেহে সুন্দর কিন্তু সেখানে গেলে সত্যিকারের আনন্দ পাওয়া সম্ভব না।
সেখানে গেলে শুধু দেখবেন মানুষের ভিড় আর ঠেলাঠেলি। সুন্দর একটি স্পটে ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করার জন্য ফটোগ্রাফারদের লাইন। মাঝে মাঝে মনে হবে আপনি হয়তো কোনো ওপেন এয়ার মডেলিং শো তে চলে এসেছেন। এক একজন এক এক ড্রেসে এক এক ভঙ্গিমায় ছবি তোলাতে এবং টিক-টক ভিডিও বানাতে ব্যাস্ত। এই ধরণের ট্যুরিজম আমি মোটেও পছন্দ করিনা। এই ধরণের ট্যুরিজম অনেক সুন্দর সুন্দর ছবি দিবে কিন্তু কোনো অভিজ্ঞতা দিবেনা।
আমি এগুলোর সমালোচনা করছিনা , যার কাছে যেটা ভালো লাগবে সেটা অবস্যই করবে। আমি শুধু আমার ব্যাক্তিগত মতামত শেয়ার করলাম। আমার ভিজিটের বেশির ভাগ সময়ই আমি অতিবাহিত করেছি সান্তোরিনির মেইন দুই স্পট Oia & Thira এর বাহিরে কারণ সেখানেই আমি বেশি ইনজয় করেছি এবং সত্যিকারের সান্তোরিনি দেখেছি।
খাওয়ার দাওয়ার ক্ষেত্রেও সবাইকে বলবো মেইন ট্যুরিস্টি জায়গায় যেই রেস্টুরেন্ট গুলো রয়েছে সেখানে না বসে একটু বাহিরে একটু দূরে গিয়ে খাওয়ার জন্য। একটু দূরে গেলে খাবার যেমন উন্নত মানের ও সুস্বাদু দামও সস্তা। আমরা সানসেট দেখার জন্য একবার সেন্টারের একটি দামি রেস্টুরেন্টে বসেছিলাম। খাবার ছিল খুবই নিন্ম মানের , আর দাম ছিল গলা কাটা।
আশা করি আমার মাধ্যমে আপনারা সান্তোরিনি সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন এবং যদি কেউ কখনও ঘুরতে যেতে চান তাহলে যাওয়ার আগে যদি কোনো পরামর্শ দরকার হয় আমি সবসময় এভেইলেবল আছি