Free Edu Mail!!!!

0 35
Avatar for Khairul28
4 years ago


একটা এডুকেশনাল ইমেইল আইডির সুবিধা প্রচুর । শুধু এই একটি আইডি থাকলেই আপনি পেতে পারেন
1. Microsoft DreamSpark
2.Google Drive Unlimited Storage ( Not shared drive)
3. LastPass
4. Newegg Premier etc

তো এবার ওপেন করার প্রসেস টা বলি।
a) Open CCC ID Creation: আপনি শুরুতেই এই লিঙ্কে যেয়ে একটি আইডি খুলবেন।

https://idp.openccc.net/idp/profile/SAML2/Redirect/SSO?execution=e4s1

যদি এই লিংক কাজ না করে আপনি গুগলে সার্চ করবেন, 'Open CCC sign in" লিখে । প্রথম সাইটে যাবেন। আমি প্রথম কমেন্টের রিপ্লাই এ স্ক্রিন্সশট দিছি।

এরা আপনার কাছে SSN/ TIN number চাবে। আপনি 'নো" অপশনে ক্লিক করবেন। আর একটা জায়গায় ওরা আপনার বাসার ঠিকানা চাবে। আপনি এই অপশন টায় দিবেন, "I have no permanent address/ Currently Homeless" .
Open CCC আপনার কাছে ফোন নাম্বার ও চাবে, আপনার নিজের নাম্বারই দিয়ে দিতে পারেন , ঝামেলা হবেনা। এরপর লাস্টে সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করে OpenCCC ID open করুন.
b) কলেজ সিলেকশনঃ
Diablo Valley College:: এরা আপনাকে একটা অফিস ৩৬৫ আইডি দিবে। এইখানে এপ্লাই করার জন্য এই ওয়েবে যাবেন।

https://www.opencccapply.net/gateway/apply?cccMisCode=312

এখানে দেখবেন Open CCC ID খুলতে বলবে। আপনি আপনার একটু আগে খোলা আইডি আর পাস দিয়ে ঢুকে যাবেন। এরপর, এপ্লিকেশন পার্ট। এপ্লিকেশন এর কয়টা জায়গায় সাবধানে পূরণ করবেন। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এভাবে করলে ওরা কম ইনফো চাবে এবং আপনারও প্যারা কম হবে।
পরের পার্টগুলা সোজা। এরপরে আপনি এপ্লিকেশন সাবমিট করবেন এবং আপনার এপ্লাই এর এক কপি পিডিএফ নামায় রাখবেন।
এপ্লাই করবার পরে ওরা আপনাকে কনফার্মেশন মেইল দিবে, ওইটা ভেরিফাই করবেন। এরপর, ২/৩ ঘন্টা পরে ওরা আপনাকে আপনার স্টুডেন্ট আইডি, কলেজ পোর্টাল, এসব এর লিঙ্ক দিবে।
এদের পোর্টালের নাম হলো InSite. আপনি এখানে ঢুকলে উপরে বাম দিকে "Email" লেখা একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলেই আপনি সরাসরি আপনার Outlook email ID তে চলে যাবেন।

Chabot College: এরা আপনাকে জিমেইল আইডি দিবে। এপ্লাই প্রসেস আগের মতই । এই লিঙ্ককে গিয়ে ওপেন সিসি তে লগ ইন করে এপ্লিকেশন সাবমিট করবেন।

https://www.opencccapply.net/gateway/apply?cccMisCode=482

এরা স্টুডেন্ট আইডি একদিন পরে দেয়। সাথে ওদের কলেজ পোর্টাল লিংক দেয়। ক্রোম থেকে এই পোর্টালে ঢুকতে দেয়না। আপনি আনসিকিউর মুডে ঢুকে যাবেন। এখানে আপনার পাসওয়ার্ড হবে আপনার জন্ম সাল। For instance: MM/DD/YY: 030398 (3rd March, 1998)
এরপরে পাস চেঞ্জ করতে বলবে ওরা, করে দিবেন। এরপরে ওই পোর্টালে 'Personal Information" এ ক্লিক করবেন। একটা অপসন পাবেন, "Update Email address'.
এখানে আপনার কলেজ জিমেইল পাবেন। এটা কপি করে জিমেইল এ লগ ইন করবেন। জিমেইল খুব সম্ভবত বলবে আপনার আইডি নাই এই নামে। এরকম হলে আপনি একদিন অপেক্ষা করবেন। এরপরে আবার লগ ইন করবেন। এরপরে ওরা পাস চাবে।
এবার কিন্তু জিমেইল পাস হবে এমন

MM/DD/YYYY ঃ 03031998

এরপর আপনি জিমেইল এডুকেশনাল আইডি ভেরিফিকেশন করবেন।

5
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments