এত আরাম, এত সুখ,এত মজা আর কোন দেশে নেই এই পৃথিবীতে।
বাংলাদেশে একটা দুদক নামক প্রতিষ্ঠান ও আছে বলে খবরে শুনেছি।
যেই প্রতিষ্ঠানের পরিচালক আবার পুলিশের ডিআইজি থেকে ঘুষ নিতে গিয়ে ধরাও খেয়েছিলেন।
একটা ইস্যু আসে,আমরা হাউকাউ করি।
তারপর নতুন ইস্যু আসে।
পুরাতন চাপা পড়ে যায়।
প্রতি সপ্তাহে আমরা নতুন ইস্যু পাচ্ছি।
কি বোর্ডে ঝড় তুলি।
আইনের শাসন নেই কেন তার জন্য হা হুতাশ করি।
কিন্ত ঘটনার পর ঘটনা ঘটেই যাচ্ছে।
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়াতে, ঘটনার কুশীলবরা দলীয় পরিচয়ে ভ্যাক্সিনেটেড থাকাতে সব কিছু চাপা পড়ে যায় অন্তরালে।
পাপিয়া কান্ডে দেশের সবার চক্ষু চড়কগাছ।
পাপিয়ার হাতের লাঠিটা বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলো অনেকের।
পাপিয়ার কাস্টমার যারা তারা তো আম আদমি নয়।
তাদের লিস্ট কি প্রকাশ্যে এসেছিলো?
ক্যাসিনো কান্ড নিয়ে হইচই পড়লো সারাদেশে।
কারা সেই ক্যাসিনোর খেলোয়াড় ছিলো, তাদের পরিচয় কি প্রকাশ্যে এসেছিলো?
শেয়ারবাজার লুটেরাদের কি চিহ্নিত করে এই দেশ শাস্তি দিয়েছিলো?
নাকি সফেদ শশ্রুমন্ডিত নূরানী চেহারার সেই লুটেরাকে পুরস্কার দেওয়া হয়েছে, তা বলাই বাহুল্য।
এক ড্রাইভার এর পিছনে সবাই পড়েছি।
পিংকি কমোডে হাগু করা এই ড্রাইভার এর রুচিবোধ তার দরজায়।
এমন ড্রাইভার কতজন?
ড্রাইভার এর বাবাদের কি খবর?
উনারা দায় এড়ান কিভাবে?
এক হেলথ সেক্টরে দূর্নীতি ও লুটপাটের যা চিত্র প্রকাশ্যে এসেছে, তাতেই সহজে অনুমেয় নয়কি বাংলাদেশকে কিভাবে লুটেরারা লুটে নিয়ে নিঃস্ব করে ফেলেছে ইতিমধ্যে।
দিনাজপুর এর ঘোড়াঘাটের ইউএনও আমার ব্যাচমেট।
তার উপর আক্রমণ হলে ব্যথিত হয়ে পোস্ট লিখেছিলাম।
তার শুভ্র হিজাবি চেহারা দেখে ভেবেছিলাম সে নিশ্চয়ই অনেস্ট ও নীতিবাণ তাই সন্ত্রাসী/টেন্ডারবাজ গুন্ডারা তাকে আক্রমণ করেছিলো বুঝি।
এখন দেখি তার আলমারীতে ৪০ লাখ টাকা, ৫ হাজার ডলার, জমির দলিল,চেক বই এ ভরপুর।
আহা ওয়াহিদা খানম লজ্জা পেলাম ভারী।
ওসি প্রদীপ এর কথা কি বলবো।
কত মানুষ এর জীবন ও রক্তে রঞ্জিত এই পিচাশ এর হাত।
সেই রঞ্জিত হাত দিয়ে সে কামাই করেছে কোটি কোটি টাকা।
অনেক কথাই বলতে ইচ্ছে করে।
কথা বললে বিপদ বাড়ে।
আমার মত নিরীহ ডাক্তার এর কথায় কি বা যায় আসে।
তবু বিপদ নেমে আসে।
কিন্ত বিবেকের তাড়নায় কলম চলে ধীরে ধীরে।
১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশ ২০২০ সালে কতটা স্বাধীন নাকি লুটেরাদের হাতে বন্দি আজো তা ভাবায়।
লুটেরাদের তোষণ ও তোয়াজ চলছে।
চলুক তবে।
আমরা টনে টনে ইলিশ পাঠাই পশ্চিম বঙ্গে।
তারা পেঁয়াজ আটকে আমাদের নাভিশ্বাস তুলুক।
Superb writing. good article . Nice post.Keep writing more