ডেস্ট আমার ফাস্ট চয়েজ ছিলো তার প্রধান একটা কারণ আয়াক্সে হাকিম জিয়াচের সাথে ডেস্টের পার্টনারশীপ। জিয়াচের প্লেয়িং স্টাইল এবং পজিশনিং মেসির সাথে খুবই সিমিলার। জিয়াচ লেফট উইং এ স্টার্ট করলেও অনেক সময় কাট ইন করে ভেতরে ঢুকে নাম্বার টেনের মতো হয়ে যায় সেখান থেকে গেম ডিক্টেড করে, আবার অনেক সময় নিজেই ওয়াইড পজিশনে থেকে মর্ডান উইং এর মত খেলে। মেসির মতো জিয়াচও প্রায়ই মিডফিল্ডে ড্রপ করে রাইট সাইড ফাকা রেখে আসে। ডেস্ট জিয়াচের এই মুভমেন্টগুলো খুব সুন্দর ভাবে বুঝে। যখন জিয়াচ ওয়াইড থাকে তখন নিচে অপশন প্রভাইড করা, ওভারলোড বা আন্ডারলেপ করে জিয়াচকে ফ্রি করে দেয়া। জিয়াচ যখন টেন পজিশনে বা মিডফিল্ডে ড্রপ করে তখন নিজে এটার্কে গিয়ে অপশন ক্রিয়েট করা, প্রতিপক্ষের এক/দুইজন ডিফেন্ডারকে ড্রাগ করে নেয়া এবং জিয়াচের বাড়িয়ে দেয়া থ্রু বল /লং বল রিসিভ করা এসব করে জিয়াচের সেরাটা বের করতে হেল্প করেছে সে । তাছাড়া দুজনেই শর্টপাস, কম্বিনেশন প্লে তে অসাধারণ হওয়াতে বিল্ডাপ, পজেশনাল প্লে, ট্রাঞ্জিকশনে একটা পার্টনারশিপতো ছিলোই।
বার্সায় রাইটব্যাকের কাছে একটা বড় চ্যালেঞ্জ মেসির মুভমেন্ট বুঝা, মেসির সাথে কম্বিনেশন করা ; যেটা দানির পরে গত পাচ বছরে কেউই করতে পারেনি। ডেস্ট মেসির টাইপ মুভমেন্টের একজনের সাথে প্রায় সেম কাজ গুলো করে এসেছে সো অন্য যেকারো থেকে ডেস্টের জন্য এডাপ্টেশনটা সহজ হবে আশা করি। হয়তো ফাইনালি, ফাইনালি মেসি রাইটে একজন ডিফেন্ডেবল পার্টনার পেতে যাচ্ছে!
Nice post bro. Guiding cds iii fsay fuusiohdae utsiixauihv