Cretion of Allah

0 6
Avatar for Khairul28
4 years ago

পানিতে তাকালে মনে হয় নৌকাটি শূণ্যে ভাসছে !

আসলে কি তাই ?

ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে স্বচ্ছ পানির উপড় নোকাটি ।

সুবহানাল্লাহ আল্লাহ তায়ালার সৃষ্টি কত সুন্দর তাইনা ?

এজন্যই আল্লাহ তায়ালা বলেছেন-

তুমি আল্লাহর কোন কোন নেয়ামাত অস্বীকার করবে ?

সুরাহ আর রাহামান

তাই পানিকে প্রশ্ন করুন এতো সুন্দর আর স্বচ্ছ করে কে তাকে সৃষ্টি করলো?

তাহলে রবের পরিচয় পেয়ে যাবেন ইনশাআল্লাহ তায়ালা ।

আর আল্লাহ তায়ালা আর সুন্দর সৃষ্টি সম্পর্কে বলেন-

নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য বহু নির্দশন।

সুরাহ, আলে ইমরান, আয়াত ১৯০।

আর রবের পরিচয় পাওয়ার পর তার কি ফিরে আসলে কি পাবেন ?

আল্লাহ তায়ালা বলেন-

‘যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ ও সুন্দর প্রত্যাবর্তনস্থল’।

সুরাহ রাদ, আয়াত ২৯

1
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments