Brain Rules

6 20
Avatar for Khairul28
4 years ago

ohn Medina একজন মলিকুলার বায়োলজিস্ট, যিনি মানুষের ব্রেইন নিয়ে নানারূপ গবেষণায় রত আছেন অনেক বছর ধরে। সেই গবেষণারই একটি লিখিত রূপ হলো Brain Rules বইটি। বইটির পুরো নাম লিখলে তা এভাবে লেখা যায়, Brain Rules: 12 Principles for Surviving and Thriving at Work, Home, and School.

সত্যি বলতে, এ দীর্ঘ কিন্তু পূর্ণাঙ্গ নামটিই আমাকে এ বইটির দিকে বেশ আকৃষ্ট করে তুলল। যে কোনো অপঠিত বইয়ের ব্যাপারে যখনই জানতে পারি, প্রথমেই সেটার ইবুক আছে কি না, সেটা চেক করে নিই। গুগলে সার্চ করে এ বইটির ইবুক ভার্সনও পেয়ে গেলাম।

৩০১ পৃষ্ঠার এ বইটি কিছু সময় আগে থেকেই পড়তে শুরু করলাম। সহজ-স্বাভাবিক ইংরেজি, তাই ইংরেজি বইপাঠের প্রতি ভয় থাকা সত্ত্বেও সাবলীলভাবেই পড়ে যেতে পারছি। যেটুকু বুঝতে অসুবিধা হচ্ছে, সেটুকু আমার নিজের শব্দগত জ্ঞানের সীমাবদ্ধতা থেকেই হচ্ছে। কিন্তু বইটি বেশ সহজ বর্ণনা সম্বলিত।

তবে এ ধরনের সেল্ফ ইম্প্রুভিং বা আত্ম-উন্নয়নমূলক বইপাঠের নিয়মটুকু হচ্ছে, পড়ার সাথেসাথেই বইয়ের নির্দেশনাগুলো নিজ জীবনে প্রয়োগ করে যাওয়া, এবং সেই প্রয়োগের কাজে লেগে থাকা। এটা আমার বেলায় প্রতিবারই বিফলে নেমে পড়ে। কারণ সেসব দিক থেকে আমি বেশ অলস। এই অলসতা ঝেড়ে ফেলার সময় খুব দ্রুতই ঘনিয়ে এসেছে।

বইটি পড়তে পড়তে এর সতের পৃষ্ঠায় এসে এই অনুচ্ছেদটি নজর কাড়ল। হুবহু তুলে দিলাম।

"Because we don’t fully understand how our brains work, we do dumb things. We try to talk on our cell phones and drive at the same time, even though it is literally impossible for our brains to multitask when it comes to paying attention.

We have created high-stress office environments, even though a stressed brain is significantly less productive than a non-stressed brain. Our schools are designed so that most real learning has to occur at home. Taken together, what do the studies in this book show?

Mostly this: If you wanted to create an education environment that was directly opposed to what the brain was good at doing, you probably would design something like a classroom.

If you wanted to create a business environment that was directly opposed to what the brain was good at doing, you probably would design something like a cubicle. And if you wanted to change things, you might have to tear down both and start over."

আশা করছি অন্তত প্রতিদিন নিয়ম করে এ বইটি পড়ে যেতে পারব। আমার এ পোস্টটি এ বইয়ের কোনো রিভিউ নয়। তবে পোস্টটি দেয়ার একটিই উদ্দেশ্য, আমি অন্তত এ পোস্টটির জন্যে বইটি পড়ে নেয়ার একটা চাপে থাকতে পারব। আমার অলস মস্তিষ্কের জন্যে এই তাগিদমূলক চাপের খুব বেশি প্রয়োজন।

12
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments

Brain direction controll our body

$ 0.00
4 years ago

yes , you are right

$ 0.00
4 years ago

Amaging Artical,

$ 0.00
4 years ago

Really amazing

$ 0.00
4 years ago

thanks for sharing your post bro.

$ 0.00
4 years ago

thanks for this post brother

$ 0.00
4 years ago