**বার্সেলোনার হয়ে ম্যারাডোনার শেষ ম্যাচ!

3 11
Avatar for Khairul28
3 years ago

আসলে ম্যারাডোনা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। অসাধারন এই প্রতিভাবানের সাথে ঝামেলা ব্যাপারটা ওতোপ্রতোভাবে জড়িত। আর্জেন্টিনোস জুনিয়োর্সের হয়ে ১৬ বছরের আগেই লীগে ডেব্যু করে রেকর্ড করেন তখনকার ওয়ান্ডার বয় ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা, যদিও পরে সেটি সার্জিও আগুয়েরো ব্রেক করেন। ৫ বছর কাটিয়ে রিভার প্লেটের লোভনীয় অফার ফিরিয়ে প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সে সাইন করেন এবং ১৯৮২ ওয়ার্ল্ড কাপে খেলেন। বোকাতে কোচের সাথে ঝামেলা এবং ওয়ার্ল্ড কাপে চমক দেখানোর পর বার্সেলোনা তখনকার রেকর্ড ফি ৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়ায় এই স্টারকে।

প্রত্যাশা ছিলো অনেক, তার খেলার জাদুকরী ক্ষমতায় মোহাবিষ্ট হয়ে থাকতো সবাই! ড্রিবলিং করে যখন প্রতিপক্ষের প্লেয়ারদের ফাঁকি দিয়ে এগিয়ে যেতেন মনে হতো বল তার পায়ে আঠা দিয়ে সাঁটা, এমনও হয়েছে তিনি যখন ট্রেনিং করতেন বার্সার অন্য টিমমেটরা শুধু মুগ্ধ হয়ে সব থামিয়ে উনাকেই দেখতেন!

২৬ জুন, ১৯৮৩... বার্নাব্যুর এল-ক্লাসিকোতে মাদ্রিদকে হারায় বার্সা। পুরো ম্যাচেই দারুন খেলেন এবং গোলও করেন, সাথে ইতিহাস গড়লেন চিরশত্রু মাদ্রিদ ফ্যানদের থেকে ১ম কোনো বার্সা প্লেয়ার হিসেবে স্ট্যান্ডিং অভেশন! যা পরে কেবল রোনালদিনহো এবং ইনিয়েস্তাই পান।

সব ঠিকঠাকই চলছিলো এবং ততদিনে ওয়ার্ল্ড কাপ জয়ী কোচ সিজান মেনোত্তির আন্ডারে কোপা দেল রে এবং বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেন। ঝামেলাটা বাঁধে অ্যাথলেটিক বিলবাওর সাথেই ম্যাচে।

বিলবাওর কসাই’ক্ষ্যাত স্প্যানিশ ডিফেন্ডার আন্দোনি গয়কোয়েচা ন্যু্ ক্যাম্পে ১৯৮৩ সালের এক লীগ ম্যাচে ম্যারাডোনাকে ক্যারিয়ারঘাতী মারাত্তক ফাউল করে বসেন! সাথে সাথেই হসপিটালে নিয়ে অপারেশন করানো হয় এবং নানা রকম ট্রিটমেন্ট-থেরাপির পর সৌভাগ্যবসত তিন মাস পরেই তিনি আবারো মাঠে ব্যাক করতে সক্ষম হন। গয়কোয়েচা ছিলেন অতি মাত্রায় এগ্রেসিভ, উল্লেখ্য ব্রিটিশ পত্রিকা ‘দ্যা টাইমস’ উনাকে “হার্ডেস্ট ডিফেন্ডার অফ অল টাইম” বলে স্বীকৃতি দেয়!!

১৯৮৩-৮৪ সালের কোপা ডেল রে ফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি বার্সেলোনা বনাম বিলবাও। আবারো সেই ম্যারাডোনা বনাম গয়কোয়েচা! দুই দলই খুব এগ্রেসিভলি খেলতে থাকে, বিলবাওর প্লেয়ারদের অন্যতম টার্গেট হন ম্যারাডোনা। ইতোমধ্যে বিলবাওর মিগুয়েল সোলার গোলে ১ম হাফেই লিড নেয় বিলবাও। বার্সা প্লেয়াররা মরিয়া হয়ে গোল খুঁজতে থাকে বাট আবারো গয়কোয়েচার বাজে ফাউলের শিকার হোন তিনি এবং সাথে সাথেই কথা কাটাকাটি শুরু হয়। তারপর আবারো খেলা শুরু হলে এর মাঝেও দুই দলের এগ্রেসিভ খেলার পাশাপাশি বিলবাও ফ্যানদের রেসিস্ট চ্যান্ট চলতে থাকে। ফুল টাইম শেষ হয় ১-০ তেই এবং এর পরেই ম্যারাডনার সাথে সোলার তর্কযুদ্ধের মাঝে মেজাজ হারিয়ে মাথা দিয়ে গুঁতো দিয়ে বসেন, সাথে অন্যদের কনুই দিয়ে আঘাত ও গয়কোয়েচা ওকে লাথির পরেই শুরু হয় দুই দলের প্লেয়ারদের মাঝে সেই সেন্টার অফ অ্যাকশনে ছিলেন ম্যারাডোনা, গ্যালারি থেকে ফ্যানদের ছোঁড়া বিভিন্ন বস্তু ছাড়াও দুই দলের প্লেয়ার, কোচিং স্টাফ এমনকি ফটোগ্রাফাররাও জড়িয়ে পড়েন! সেদিন আহত হয়েছিলেন ৬০ জন। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্পেনের রাজা হুয়ান কার্লোস এবং আনুমানিক ১ লক্ষ দর্শক! এছাড়াও অর্ধেক স্পেনই টিভিতে ম্যাচটি দেখছিলো।

তাই এই ম্যাচের ঘটনার পরেই বার্সেলোনা প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভরা ম্যারাডোনাকে সেল করে দেবার সিদ্ধান্ত নেয় এবং আবারো নিজের রেকর্ড ব্রেক করে ৬.৯ মিলিয়ন পাউন্ডে ইতিহাস গড়তে যোগ দেন নাপোলিতে। ৫৮ ম্যাচে ৩৮ গোল করে এই ম্যাচের মাধ্যমেই বার্সা অধ্যায়ের শেষ হয় তার...


5
$ 0.00
Avatar for Khairul28
3 years ago

Comments

Meradona is my favorite player

$ 0.00
3 years ago

Wow sub vlo laglo..back plzz

$ 0.00
3 years ago

sure

$ 0.00
3 years ago