বর্তমান ক্লাব এর স্পোর্টিং প্রজেক্ট, ফিন্যান্সিয়াল কন্ডিশন, স্কোয়াডের ধরণ গত ৭/৮ বছরের নৈরাজ্যের রেজাল্ট। আপনি যদি ভাবেন এটা জাদু কাঠির ছোয়ায় মিনিটে চেঞ্জ হয়ে যাবে তাহলে আপনি স্বপ্ন দেখতেছেন। অগাস্টো বেনেদিত্তো বলছে সে চায় না যে বার্তেমেউ এখনই বিদায় নিক, অভিশংসন এর মাধ্যমে বিদায় নিলে এই বোর্ডের ফিন্যান্সিয়ালের লসের দায় নিতে হবেনা এই বোর্ডকে। পুরা মেয়াদ শেষ করে নির্বাচন করলে লসের দায় নিতে হবে। সো এই মুহুর্তে কোনটা বেশি দরকার ভেবে নেন। যে ভোটাভুটি সফল হওয়ার দরকার ছিল আরো ৩/৪ বছর আগে সেটা এখন সফল হওয়া মানে উলটা লস। কারণ সেক্ষেত্রে নতুন প্রেসিডেন্টকে ৩০০/৪০০ মিলিয়ন লস মাথায় নিয়ে দায়িত্ব শুরু করা লাগবে। এই গেল বোর্ড রিলেটেড ক্যারফা।
এবার আসি কোচ নিয়ে। ভালভার্দে, সেতিয়েন যুগ চিন্তা করলে দেখবেন এই দুইজনকে নিয়ে আমরা ফ্যানরা খুবই এক্সাইটেড ছিলাম। ক্রুইফের দর্শন ফলোকারী, একইসাথে তাদের আগের ক্লাবে ভাল ফুটবল খেলিয়েছে। বার্সায় আসার পর বলতে গেলে তাদের প্লেয়িং স্টাইল ডিজাস্টারই বলা যায়। অর্জনও ততথৈবচ। এই বাজে অবস্থায় আসছে কোম্যান। অলরেডি দায়িত্ব নিয়েই বার্তেমেউবিরোধীদের চক্ষুশূলে পরিণত হয়েছে সে। যদিও তার বার্সায় দায়িত্ব নেওয়ার সাথে বোর্ডের নৈরাজ্য আড়ালের আহামরি তেমন সম্পৃক্ততা নেই। সে বার্সায় কোচ হতে ডেস্পারেট ছিল, সেকারণে নিজের দেশের দায়িত্ব নেওয়ার চুক্তিতেও বার্সা ক্লজ রেখে দিছিল। আল্টিমেটলি কাউকে না কাউকে স্টেপ আপ করতেই হতো এই বাজে অবস্থায় কোচিং এর দায়িত্ব নিয়ে। কোম্যান না দায়িত্ব নিলে কেউ না কেউ তো দায়িত্ব নিতই তাতে বর্তমান অবস্থার চেয়ে ভাল কি হতো? তো আপনারা এখন বোর্ড বিরোধিতার কারণে নিজের টিমের দৈন্যদশা আরো বেশি দেখতে ইচ্ছুক? মেসির আরেক সিজন আরো বাজে ভাবে দেখতে ইচ্ছুক?
বর্তমান যে স্কোয়াড তাতে কোম্যানের ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখনো নাম্বার নাইন, ব্যাকলাইন এর কোন ইম্প্রুভমেন্ট হয় নাই। সো ধরে নেই নেক্সট নির্বাচনে নতুন প্রেসিডেন্ট আসবে, এসে নিউ প্রজেক্ট দাড় করাবে। আপনি কিভাবে শিউর হলেন নতুন প্রেসিডেন্ট এর নতুন কোচ আসার সাথে সাথেই সব ভোজবাজির মত সমাধান হয়ে যাবে? বর্তমান পরিস্থিতিতে যে ফিন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হইছে সেটা একদিনে সমাধান হবে? যে বুশি, পিকেকে এক সিজন আগে সাক্ষাতকারে কোম্যান বলছে এরা বার্সালোনা বর্তমান টিমের জন্য উপর্যুক্ত না। তারা এখনো স্কোয়াডে। কারণ অই একই, লা লীগার বর্তমান নতুন রুলস প্লাস ক্লাবের ফিন্যান্সিয়াল ক্রাইসিস। এবং এটা করোনা এপিডেমিক সমস্যা সমাধান না হলে পরবর্তী প্রেসিডেন্টকেও বহন করতে হবে। সুতরাং পরের প্রেসিডেন্ট এসেও ম্যাজিকের মত সব প্রয়োজনীয় ট্রান্সফার করে স্কোয়াড এনাফ গুড করে ফেলতে পারবে না। যা ক্ষতি করার বার্তেমেউ, আবিদালরা করে ফেলছে। যখন প্রচুর ট্রান্সফারের বাজেট ছিল তখন অপ্রয়োজনীয় সব ট্রান্সফার করেছে। এখন সার্বিকভাবেই পরিস্থিতি নাজুক। এটা সহজেই সমাধান হবেনা।
এই যে ফন্ট জাভি কেন্দ্রিকে প্রজেক্ট এর কথা বলে। জাভি প্রজেক্ট সফল হবে এর কোন নিশ্চয়তা আছে? জাভি কোচ হিসেবে যে আরো ডিজাস্টার হবেনা সেই গ্যারান্টি আছে? জাভির তো ইউরোপিয়ান ফুটবলে কোচিং অভিজ্ঞতাই নাই। তখন কি জাভিকেও ব্যাশিং করা শুরু করবেন? নাকি ধৈর্য্য ধরবেন?
বাস্তবতা হলো আমাদের ক্লাবের সার্বিক কন্ডিশন এমন যে ম্যাজিকের মত কোন সমাধান এখন হবেনা। ভিক্টর ফন্ট আসুক, লাপোর্তে আসুক বা বেনেদিত্তো আল্টিমেটলি খুব দ্রুতই পরিস্থিতি চেঞ্জ করে ফেলবে এমন সম্ভাবনা খুব ক্ষীণ। ফ্যানরা যদি মানসিকভাবে স্থির থাকতে চায় সেক্ষেত্রে ধৈর্য ধরা ছাড়া কোন উপায় নেই। তা না হলে একের পর এক কোচকে ব্যাশিং করা ছাড়া আমাদের ভাগ্যে আপাতত কিছু আসতেছেনা সহসাই। নতুন প্রেসিডেন্ট আসার পর এই পোস্টের কথাগুলো মিলিয়ে নিয়েন।